কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাত থেকে আজ ভোর পর্যন্ত নগরীর অশোকতলা ও রানীরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অশোকতলা এলাকার জাকির হোসেন (৩৮), ফজলে রাব্বি (২৮) ও লিটন (৪২)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, তিন সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। এর মধ্যে জাকিরের বিরুদ্ধে দুটি ও রাব্বির বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
সেনাবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।
পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দলটি রাতভর অভিযান চালিয়ে একই এলাকার লিটনকে (৪২) আটক করে। এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চাপাতি, দুটি চায়নিজ কুড়াল, একটি চাকু ও পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
এ ছাড়া ভোরে আদর্শ সদর সেনাক্যাম্পের টহল দল কুখ্যাত সন্ত্রাসী ফজলে রাব্বি ওরফে পয়েন্ট রাব্বিকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১২টি শটগানের গুলি উদ্ধার করা হয়। ফজলে রাব্বির বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্যও উঠে এসেছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা চলমান।
কুমিল্লায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাত থেকে আজ ভোর পর্যন্ত নগরীর অশোকতলা ও রানীরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অশোকতলা এলাকার জাকির হোসেন (৩৮), ফজলে রাব্বি (২৮) ও লিটন (৪২)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, তিন সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। এর মধ্যে জাকিরের বিরুদ্ধে দুটি ও রাব্বির বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
সেনাবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।
পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দলটি রাতভর অভিযান চালিয়ে একই এলাকার লিটনকে (৪২) আটক করে। এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চাপাতি, দুটি চায়নিজ কুড়াল, একটি চাকু ও পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
এ ছাড়া ভোরে আদর্শ সদর সেনাক্যাম্পের টহল দল কুখ্যাত সন্ত্রাসী ফজলে রাব্বি ওরফে পয়েন্ট রাব্বিকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১২টি শটগানের গুলি উদ্ধার করা হয়। ফজলে রাব্বির বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্যও উঠে এসেছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা চলমান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ...
৩ মিনিট আগেশিক্ষানবিশ এসআই ক্যাডেটদের উদ্দেশে আইজিপি বলেন, ‘পরিবর্তিত সমাজের সারথি হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পুলিশের উপপরিদর্শক (এসআই) খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। কারণ, ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত আপনারা করে থাকেন। আর ন্যায়বিচার পাওয়া নির্ভর করে পুলিশের
৬ মিনিট আগেরাজধানীর মতিঝিলে আদিবাসী ছাত্র জনতার ওপর স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের শিক্ষার্থীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মতিঝিল এনসিটিবি সংলগ্ন মেট্রোরেলের নিচে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেআলুর মাঠ ঘুরে দেখা যায়, দত্তনগর হিমাগারের তত্ত্বাবধানে রোপণ করা বীজ আলুগাছের বয়স ৪০-৫০ দিনের মতো হয়েছে। আবহাওয়া অনুকূল ও বীজ ভালো হওয়ায় এবার আলুর গাছও ভালো হয়েছে। আর এক থেকে দেড় মাস আবহাওয়া অনুকূল থাকলে ভালোভাবে বীজ আলু উৎপাদন করতে পারবেন বলে জানিয়েছেন চাষিরা।
১৪ মিনিট আগে