Ajker Patrika

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে র‍্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
উত্তরার র‍্যাব-১ কার্যালয়ের সামনে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন। ছবি: আজকের পত্রিকা
উত্তরার র‍্যাব-১ কার্যালয়ের সামনে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরার র‍্যাব-১ কার্যালয়ের সামনে বিগত সরকারের ‘গোপন বন্দিশালা’ উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। র‍্যাব-১ এর সামনে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের ৩০-৪০ নেতা-কর্মী এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব।

এ সময় তাঁরা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সঙ্গে জড়িতদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে সিএআইর আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম বলেন, ‘র‍্যাব কর্তৃক দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী এবং তাঁদের পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে।’

যুগ্ম আহ্বায়ক রিজওয়ান বলেন, ‘জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ত্বরিত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।’

যুগ্ম আহ্বায়ক সজীব বলেন, ‘বিভিন্ন জায়গায় এলিট ফোর্সের নিয়ন্ত্রিত গোপন নির্যাতন কক্ষগুলো জাতীয় মিডিয়ার মাধ্যমে উন্মোচন করতে হবে এবং চিরতরে সিলগালা করে দিতে হবে।’

এ বিষয়ে র‍্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন বন্দিশালা উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে সিএআইর অল্পকিছু লোক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আবার তাঁদের কিছু লোক চলে যাওয়াও শুরু করেছে।’

সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই সংগঠনের নেতা-কর্মীদের র‍্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত