উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরার র্যাব-১ কার্যালয়ের সামনে বিগত সরকারের ‘গোপন বন্দিশালা’ উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। র্যাব-১ এর সামনে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের ৩০-৪০ নেতা-কর্মী এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব।
এ সময় তাঁরা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সঙ্গে জড়িতদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে সিএআইর আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম বলেন, ‘র্যাব কর্তৃক দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী এবং তাঁদের পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে।’
যুগ্ম আহ্বায়ক রিজওয়ান বলেন, ‘জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ত্বরিত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।’
যুগ্ম আহ্বায়ক সজীব বলেন, ‘বিভিন্ন জায়গায় এলিট ফোর্সের নিয়ন্ত্রিত গোপন নির্যাতন কক্ষগুলো জাতীয় মিডিয়ার মাধ্যমে উন্মোচন করতে হবে এবং চিরতরে সিলগালা করে দিতে হবে।’
এ বিষয়ে র্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন বন্দিশালা উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে সিএআইর অল্পকিছু লোক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আবার তাঁদের কিছু লোক চলে যাওয়াও শুরু করেছে।’
সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই সংগঠনের নেতা-কর্মীদের র্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়।
রাজধানীর উত্তরার র্যাব-১ কার্যালয়ের সামনে বিগত সরকারের ‘গোপন বন্দিশালা’ উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। র্যাব-১ এর সামনে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের ৩০-৪০ নেতা-কর্মী এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব।
এ সময় তাঁরা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সঙ্গে জড়িতদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে সিএআইর আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম বলেন, ‘র্যাব কর্তৃক দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী এবং তাঁদের পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে।’
যুগ্ম আহ্বায়ক রিজওয়ান বলেন, ‘জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ত্বরিত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।’
যুগ্ম আহ্বায়ক সজীব বলেন, ‘বিভিন্ন জায়গায় এলিট ফোর্সের নিয়ন্ত্রিত গোপন নির্যাতন কক্ষগুলো জাতীয় মিডিয়ার মাধ্যমে উন্মোচন করতে হবে এবং চিরতরে সিলগালা করে দিতে হবে।’
এ বিষয়ে র্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন বন্দিশালা উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে সিএআইর অল্পকিছু লোক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আবার তাঁদের কিছু লোক চলে যাওয়াও শুরু করেছে।’
সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই সংগঠনের নেতা-কর্মীদের র্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়।
বরিশালের মুলাদীতে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে বিকেলে খোকন কবিরাজ (৩৫) নামের এক যুবককে পুলিশ আটক করেছে।
৫ ঘণ্টা আগেদেড় যুগেও পূর্ণতা পায়নি বিএনপি সরকারের আমলে নির্মিত ময়মনসিংহের চরাঞ্চল ২০ শয্যার হাসপাতাল। এতে সেবাবঞ্চিত হচ্ছে চরাঞ্চলের দুই লক্ষাধিক মানুষ। হাসপাতালের কমপ্লেক্স ও স্টাফদের আবাসন ভবন থাকলেও নেই প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল।
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়ির বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে অবৈধভাবে পানি উত্তোলনের অভিযোগ উঠেছে শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অবস্থায় উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প বসিয়ে একতরফা পানি উত্তোলন না করতে বাগান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
৫ ঘণ্টা আগেএকজন ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোক। আরেকজন হুন্ডির কারবারি। কিন্তু সাবেক এমপির আশীর্বাদে দুজনেই হয়েছিলেন দুই উপজেলার চেয়ারম্যান।
৬ ঘণ্টা আগে