Ajker Patrika

সারা দিন যা যা ঘটল (৮ ফেব্রুয়ারি, ২০২৫)

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ১৬
সারা দিন যা যা ঘটল (৮ ফেব্রুয়ারি, ২০২৫)

শুভ সন্ধ্যা। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি)। আজকের দিনের আলোচনার কেন্দ্রে রয়েছে গতকাল শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ১৫ জনকে পিটুনি ও তার প্রতিক্রিয়া। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রচণ্ড বিক্ষোভের মুখে আজ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে যৌথ বাহিনীর অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক অঙ্গনে বড় খবরের মধ্যে আছে দিল্লির নির্বাচনে জিতে রাজ্যের শাসনভার নেওয়ার পথে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। এ ছাড়া দিনভর ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সব খবর পড়ার ফুরসত হয়তো আপনার হয়নি। তাই গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আপনার জন্য আমাদের সন্ধ্যার এই আয়োজন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবদল নেতা। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবদল নেতা। ছবি: আজকের পত্রিকা

১. যুবদল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বগুড়ার সোনাতলায় বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার ওপর হামলা করে আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাকুল্লা বাজারে হামলার ঘটনাটি ঘটে। আহত যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল হান্নান বাটালু পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি। বিস্তারিত পড়ুন...

২. ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে গাজীপুরসহ সারা দেশে

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিস্তারিত পড়ুন...

হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

৩. সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মারধরে আহত ১৫

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় হামলা ও ভাঙচুর চালানোর সময় স্থানীয়দের মারধরে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় এলাকাবাসী টের পেয়ে তাদের পিটুনি দেয়। বিস্তারিত পড়ুন...

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৪. বিপিসির তেল পরিবহন এখনো আ.লীগ নেতাদের নিয়ন্ত্রণে

আওয়ামী লীগ আমলে ২০১০ সালের ডিসেম্বরে টেন্ডার ছাড়াই সরাসরি ৫৩টি তেলবাহী জাহাজকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বহরে যুক্ত করা হয়। চিঠি দিয়ে এক আদেশের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি তেল কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনায় তেল পরিবহনের কাজে অন্তর্ভুক্ত করা হয় সেগুলোকে। এসব জাহাজ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার মালিকানাধীন। ২০২৪ সাল পর্যন্ত বিপিসির বহরে তেল পরিবহনে জাহাজের সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিপিসির বহরে থাকা ১৭৭ জাহাজের মধ্যে ১১৮টিই আওয়ামী লীগের মন্ত্রী, নেতা ও আমলাদের মালিকানাধীন বলে জানা গেছে। বিস্তারিত পড়ুন...

হাইকোর্টের সামনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: হাসান রাজা
হাইকোর্টের সামনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: হাসান রাজা

৫. ম্যুরাল ভাঙার হুমকির খবরে সুপ্রিম কোর্টে সেনাবাহিনীর পাহারা

সুপ্রিম কোর্টের সামনে ম্যুরাল ভাঙার হুমকির খবরে ওই এলাকাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ শনিবার সকাল ১০টা থেকে হাইকোর্টের চারপাশ ঘিরে রেখেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা জানান, সুপ্রিম কোর্টের সামনে ম্যুরাল ভাঙা হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা ঠেকানোসহ রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার দায়িত্ব পালন করছেন তাঁরা। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

৬. পৌনে ৩ বছর পর সুদহার কমানোর পরিকল্পনা

চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে ১০ ফেব্রুয়ারি। এবারে মুদ্রানীতিতে সুদহারের বিষয়ে বাংলাদেশ ব্যাংক নতুন সিদ্ধান্ত নিয়েছে। বিশেষত জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর থেকে এক অঙ্কে নেমে আসায় বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ১০ শতাংশ থেকে ৯.৭৫ শতাংশ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এই সুপারিশ বাস্তবায়িত হতে হলে তা বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় অনুমোদন করাতে হবে। সূত্রমতে, বোর্ড সভার অনুমোদন পেলে ওই দিন বেলা ৩টায় সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণা করা হবে। বিস্তারিত পড়ুন...

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি: সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি: সংগৃহীত

৭. ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুর আ.লীগের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি: সোহেল তাজ

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরকে আওয়ামী লীগের ১৫ বছরের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেছেন, হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণসহ নানা অনিয়ম করেও কোনো অনুশোচনা নেই তাদের। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেন, ‘কী নির্মম পরিণতি—১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই-আগস্ট গণহত্যা করে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কী পরিণতি হতে পারে?’ বিস্তারিত পড়ুন...

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

৮. গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে পিটুনির ঘটনায় ওসি বরখাস্ত, গ্রেপ্তার ১৬

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাসায় হামলা ও ভাঙচুর চালানোর সময় অন্তত ১৫ জনকে পিটিয়ে আহত করার ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার বিকেলে মহানগরীর রাজবাড়ী রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করীম খান। বিস্তারিত পড়ুন...

ছাত্রলীগ নেতার কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে জামালপুরে পুলিশের মহড়া। ছবি: সংগৃহীত
ছাত্রলীগ নেতার কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে জামালপুরে পুলিশের মহড়া। ছবি: সংগৃহীত

৯. আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট, জামালপুরে উত্তেজনা

জামালপুরে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার ফেসবুক পোস্ট ঘিরে তুলকালাম চলছে। ইসলামপুর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে আছেন। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ছাত্রলীগের ওই নেতা। ফেসবুক ঘেঁটে জানা গেছে, পোস্টকারী ছাত্রলীগের ওই নেতার নাম মো. শাওন সরকার। তিনি ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। আজ শনিবার বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে গত বৃহস্পতিবার রাতে নেতা শাওন সরকার তাঁর ফেসবুক আইডিতে পৃথক তিনটি পোস্ট দেন। বিস্তারিত পড়ুন...

১০. বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

সাবেক আইজিপি বেনজীর আহমেদের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সব সদস্য মর্মাহত ও ক্ষুব্ধ বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা বিবৃতিটি গণমাধ্যমে দেওয়া হয়। ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে গোপন যড়যন্ত্রের তীব্র প্রতিবাদ’ শিরোনামে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুলিশ বাহিনী গঠনে পুলিশের সব সদস্য দৃঢ়তার সঙ্গে নিরলসভাবে কাজ করছেন। পুলিশ বাহিনীর যেসব বিতর্কিত সদস্য গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ ছিলেন, দেশের প্রচলিত আইনে তাঁদের বিচারের বিষয়ে বাংলাদেশ পুলিশের সব সদস্য একমত। বিস্তারিত পড়ুন...

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত