ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

চাঁদপুর প্রতিনিধি
Thumbnail image
নদীতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর সিরাজুল ইসলাম গাজী (৭২) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের মধ্য ইচলী এলাকায় ডাকাতিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল।

নিহত সিরাজুল ইসলাম গাজী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মৃত আশ্রাফ আলী গাজীর ছেলে। তিনি এক ছেলে ও চার সন্তান রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোশাররফ হোসেন গাজী বলেন, ‘সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে চলে এসেছেন এবং বাড়িতেই থাকতেন। এক সপ্তাহ আগে তিনি বাড়ি থেকে শহরে আসার সময় ওয়ারলেস এলাকা থেকে নিখোঁজ হন। জানতে পারলাম আজ তাঁর মরদেহ নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।’

ওসি ইকবাল বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাঁরা থানায় এসেছেন। ময়নাতদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

কার্যালয় থেকে পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরানোর ব্যাখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

২৬ হাজার কোটি টাকা, আটকা অবরুদ্ধ হিসাবে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত