নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের আগে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস (উৎসব ভাতা) প্রদান এবং বন্ধ পাটকল ও চিনিকল শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এ দাবিতে আজ শুক্রবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক ও শ্রমজীবীদের এই দুঃসময়ে তারা মালিক কিংবা সরকারের পক্ষ থেকে কোন সহায়তা পাননি। এমন কি বন্ধ পাটকল-চিনিকলের শ্রমিকদের বকেয়া পাওনাও পরিশোধ করা হয়নি। শ্রমিক ও শ্রমজীবীদের জীবন–জীবিকার নিশ্চয়তা বিধান না করে লকডাউন চাপিয়ে দেওয়া সরকারের দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এ রকম অবস্থায় সরকারের ৩৬ লাখ দরিদ্র পরিবারকে ২৫০০ টাকা নগদ সহযোগিতা যে গত বছরের ন্যায় পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতিতে শেষ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
বেতন–বোনাস নিয়ে যে কোন জটিলতা সৃষ্টি হলে তার দায় মালিকদের বহন করতে হবে বলে হুশিয়ারি দিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান বলেন, ‘নেতৃবৃন্দ সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে কর্মহীন শ্রমিক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত নগদ অর্থ বরাদ্দ, খাদ্যসহায়তা প্রদান, রেশন চালু, সরকারি প্রণোদনা ও ত্রাণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া শ্রমিক কল্যাণ তহবিলে জমাকৃত অর্থ হতে নগদ অর্থ প্রদানের ব্যবাস্থা করতে হবে।’
এছাড়া সমাবেশে যাত্রীবাহী লঞ্চ ও আন্তঃজেলা পরিবহণ শ্রমিকদের মজুরি ও বোনাস প্রদান নিশ্চিত করা, পণ্য পরিবহণসহ জরুরি সেবায় নিয়োজিত নৌযানসহ সকল পরিবহন শ্রমিক ও লোড-আনলোড শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিশেষ ভাতা প্রদান, শ্রমিক-কর্মচারীদের করোনাসহ সাধারণ চিকিৎসা বিনামূল্যে প্রদান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের দায় সরকারকে নেওয়ার দাবি জানানো হয়।
ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের আগে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস (উৎসব ভাতা) প্রদান এবং বন্ধ পাটকল ও চিনিকল শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এ দাবিতে আজ শুক্রবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক ও শ্রমজীবীদের এই দুঃসময়ে তারা মালিক কিংবা সরকারের পক্ষ থেকে কোন সহায়তা পাননি। এমন কি বন্ধ পাটকল-চিনিকলের শ্রমিকদের বকেয়া পাওনাও পরিশোধ করা হয়নি। শ্রমিক ও শ্রমজীবীদের জীবন–জীবিকার নিশ্চয়তা বিধান না করে লকডাউন চাপিয়ে দেওয়া সরকারের দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এ রকম অবস্থায় সরকারের ৩৬ লাখ দরিদ্র পরিবারকে ২৫০০ টাকা নগদ সহযোগিতা যে গত বছরের ন্যায় পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতিতে শেষ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
বেতন–বোনাস নিয়ে যে কোন জটিলতা সৃষ্টি হলে তার দায় মালিকদের বহন করতে হবে বলে হুশিয়ারি দিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান বলেন, ‘নেতৃবৃন্দ সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে কর্মহীন শ্রমিক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত নগদ অর্থ বরাদ্দ, খাদ্যসহায়তা প্রদান, রেশন চালু, সরকারি প্রণোদনা ও ত্রাণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া শ্রমিক কল্যাণ তহবিলে জমাকৃত অর্থ হতে নগদ অর্থ প্রদানের ব্যবাস্থা করতে হবে।’
এছাড়া সমাবেশে যাত্রীবাহী লঞ্চ ও আন্তঃজেলা পরিবহণ শ্রমিকদের মজুরি ও বোনাস প্রদান নিশ্চিত করা, পণ্য পরিবহণসহ জরুরি সেবায় নিয়োজিত নৌযানসহ সকল পরিবহন শ্রমিক ও লোড-আনলোড শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিশেষ ভাতা প্রদান, শ্রমিক-কর্মচারীদের করোনাসহ সাধারণ চিকিৎসা বিনামূল্যে প্রদান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের দায় সরকারকে নেওয়ার দাবি জানানো হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
৩ মিনিট আগেশৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঁচজন শিক্ষক, ছয়জন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৮ মিনিট আগেনেত্রকোনার আটপাড়ায় গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ভিকচান মিয়া অরফে ভিক্কু মিয়া (৩৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার এসআই ইদ্রিস আলী।
২৬ মিনিট আগেনাটোরে হেরোইন বহনের দায়ে কবির ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ সালে তাঁকে আটক করে হেরোইনসহ গ্রেপ্তার করে র্যাব।
২৮ মিনিট আগে