বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের পৌর মেয়র মাজেদুল বারী নয়নের গুদাম থেকে ৩ হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় সাতটার দিকে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার মৌখড়া বাজারে মেয়রের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।
তবে মেয়রের দাবি, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠানটি তিনি তাঁর ম্যানেজারের নিকট ইজারা দিয়েছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও র্যাব-৫ এর নাটোর অফিস এই অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সয়াবিন মজুতের অভিযোগ এবং বোতলজাত সয়াবিন খোলা সয়াবিন হিসেবে বেশি দামে বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পাশের মামুন স্টোরকেও একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও নয় কার্টন তেল জব্দ করে খোলা বাজারে বিক্রি করা হয়।
র্যাব-৫ এর নাটোর অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌখড়া বাজারে মেয়র মাজেদুল বারী নয়নের মালিকানাধীন মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর গোডাউন থেকে তিন হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সেগুলো উপস্থিত ক্রেতাদের সামনে খোলা বাজারে সরকার-নির্ধারিত ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।
সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারা দেশে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরে অভিযান পরিচালনা করা হয়েছ। এ ধরনের অভিযান অব্যাহত আছে। ছোট-বড় সব প্রতিষ্ঠানেই এই অভিযান চালানো হবে।
মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠানটি ম্যানেজারের নিকট লিজ প্রদান করেছি। তাই এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’
এলাকায় সয়াবিনের সংকটের সময় নজরদারির ব্যাপারে মেয়র বলেন, ‘নিয়মিতই করা হচ্ছে। এটা পাইকারি দোকান। তাই এখানে মজুতের বিষয়টা যথার্থ নয়।’
নাটোরের বড়াইগ্রামের পৌর মেয়র মাজেদুল বারী নয়নের গুদাম থেকে ৩ হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় সাতটার দিকে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার মৌখড়া বাজারে মেয়রের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।
তবে মেয়রের দাবি, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠানটি তিনি তাঁর ম্যানেজারের নিকট ইজারা দিয়েছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও র্যাব-৫ এর নাটোর অফিস এই অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সয়াবিন মজুতের অভিযোগ এবং বোতলজাত সয়াবিন খোলা সয়াবিন হিসেবে বেশি দামে বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পাশের মামুন স্টোরকেও একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও নয় কার্টন তেল জব্দ করে খোলা বাজারে বিক্রি করা হয়।
র্যাব-৫ এর নাটোর অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌখড়া বাজারে মেয়র মাজেদুল বারী নয়নের মালিকানাধীন মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর গোডাউন থেকে তিন হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সেগুলো উপস্থিত ক্রেতাদের সামনে খোলা বাজারে সরকার-নির্ধারিত ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।
সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারা দেশে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরে অভিযান পরিচালনা করা হয়েছ। এ ধরনের অভিযান অব্যাহত আছে। ছোট-বড় সব প্রতিষ্ঠানেই এই অভিযান চালানো হবে।
মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠানটি ম্যানেজারের নিকট লিজ প্রদান করেছি। তাই এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’
এলাকায় সয়াবিনের সংকটের সময় নজরদারির ব্যাপারে মেয়র বলেন, ‘নিয়মিতই করা হচ্ছে। এটা পাইকারি দোকান। তাই এখানে মজুতের বিষয়টা যথার্থ নয়।’
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
৮ মিনিট আগেগতকাল মধ্যরাতে পদ্মায় বড়শি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। বড়শি তুলতেই দেখি বড় একটা বোয়াল। ওইটা নিয়েই আজ (সোমবার) ভোরে সুবল দার (দাদা) আড়তে নিয়ে আসি...
২৩ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে অসতর্কতাবশত দুজনের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেএ বছর পঞ্চাশ জনের বেশি শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৫৩ জন শিক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ২০ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী। বিগত ৬ বছর ধরে কলেজটির সাফল্যে প্রচণ্ড উচ্ছ্বসিত...
২ ঘণ্টা আগে