চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। উজানের ঢল ও টানা বর্ষণ হওয়ায় পানিতে উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ওঠায় উপজেলায় অন্তত ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে চিলমারীতে আকস্মিক বন্যা শুরু হয়। এর মধ্যে উপজেলার রমনা ইউনিয়ন, অষ্টমীর চর, নয়ারহাট, রাণীগঞ্জ ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। রাস্তাঘাট, ঘরবাড়িসহ সরকারি-বেসরকারি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে। প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের চিলমারী পয়েন্টের গেজরিডার মো. জোবায়ের রহমান বলেন, আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত পানি বেড়ে বিপদসীমার ৩৬ সেন্টিমটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে বন্যাদুর্গত এলাকায় শুকনা খাবার, সুপেয় পানি ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব সময় খোঁজখবর রাখা হচ্ছে। বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য ৩০ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই দুর্গত মানুষদের মাঝে বিতরণ করা হবে।
কুড়িগ্রামের চিলমারীতে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। উজানের ঢল ও টানা বর্ষণ হওয়ায় পানিতে উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ওঠায় উপজেলায় অন্তত ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে চিলমারীতে আকস্মিক বন্যা শুরু হয়। এর মধ্যে উপজেলার রমনা ইউনিয়ন, অষ্টমীর চর, নয়ারহাট, রাণীগঞ্জ ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। রাস্তাঘাট, ঘরবাড়িসহ সরকারি-বেসরকারি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে। প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের চিলমারী পয়েন্টের গেজরিডার মো. জোবায়ের রহমান বলেন, আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত পানি বেড়ে বিপদসীমার ৩৬ সেন্টিমটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে বন্যাদুর্গত এলাকায় শুকনা খাবার, সুপেয় পানি ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব সময় খোঁজখবর রাখা হচ্ছে। বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য ৩০ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই দুর্গত মানুষদের মাঝে বিতরণ করা হবে।
বিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
১০ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
২৪ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
২৯ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৯ মিনিট আগে