জামালখানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ২২: ৩৫
আপডেট : ১৪ জুন ২০২৩, ২৩: ১০

চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’কে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় নগরীর খাস্তগির স্কুলের দেয়ালে বঙ্গবন্ধুর ম্যুরালসহ অন্তত ৫০টি চিত্রকর্ম ভাঙচুর করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সবাই যুবদল-ছাত্রদলের নেতা-কর্মী বলে জানান নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। 

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

গ্রেপ্তার পাঁচজন হলেন মাহবুব সিদ্দিকী (৩৫), মো. এরফান (৩০), নুরুল ইসলাম মাসুম (৩৯), ইমন খান (২০) ও মহিউদ্দিন হাসান ইমন (২০)। 

এদিকে এই ঘটনায় উভয় সংগঠনের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। যুবদল-ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এর সঙ্গে তাদের কোনো নেতা-কর্মী জড়িত নন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে নগরীর চান্দগাঁও ও বাকলিয়া থানা ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা চকবাজার চট্টগ্রাম সরকারি কলেজের সামনে দিয়ে মিছিল নিয়ে কাজীর দেউড়ির দিকে যাচ্ছিল। আগে থেকেই ছাত্রলীগের নেতা-কর্মীরা চট্টগ্রাম কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন। মিছিলটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পাল্টাপাল্টি স্লোগানে উভয়পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়াও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা। 

জামালখান মোড়ে সংঘর্ষের জেরে দেয়ালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা ভাঙচুরের বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে খাস্তগির স্কুলের দেয়ালে জাতির পিতার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত ইতিহাস উল্লেখ করে ৫০টি গ্লাস ম্যুরাল স্থাপন করা হয়। বঙ্গবন্ধুর ম্যুরালও কয়েকটি ছিল। সবগুলোই যুবদল-ছাত্রদলের সন্ত্রাসীরা ভেঙে দিয়েছে। সেন্টমেরিস স্কুলের দেয়ালে বরেণ্য মনীষীদের ছবি ছিল। সেগুলোতে আঘাত করা হয়েছে।’ 

জামালখান মোড়ে সংঘর্ষের জেরে দেয়ালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘যুবদল-ছাত্রদলের মিছিল যাওয়ার সময় ক্যাম্পাসে আমাদের দেখে তারা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে জঘন্য ভাষায় কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকে। তখন আমাদের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। তারা যাওয়ার সময় জামালখানে ভাঙচুর চালায়।’ 

অন্যদিকে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ জানান, ‘একেবারে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি। সমাবেশে প্রশাসন আমাদের সুন্দরভাবে সহযোগিতাও করেছে; কিন্তু চান্দগাঁও থানা যুবদল ও বাকলিয়া থানা ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার পথে চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করেছে। এতে চারজন আহত হয়েছেন। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনা উসকানিতে ছাত্রলীগ শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে।’ তবে আহতদের নাম জানাননি তিনি। 

জামালখান মোড়ে সংঘর্ষের জেরে দেয়ালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম কলেজ এলাকায় উভয়পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের কলেজের ক্যাম্পাসে ঢুকিয়ে দেওয়া হয়। যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীদের গণি বেকারির মোড় দিয়ে কাজীর দেউড়ির দিকে পাঠিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত