নিজস্ব প্রতিবেদক
কুয়াকাটার পর্যটন রিসোর্ট ইলিশ পার্কের মালিক আর.এম.তুষার। প্রায় এক কোটি টাকা বিনিয়োগে ২০১৫ সালে পর্যটকবান্ধব বিশেষ এই রিসোর্টটি তিনি গড়ে তুলেন। স্বল্প সময়ে কুয়াকাটায় আসা পর্যটকদের নজর কাটতে সক্ষম হয় ‘ইলিশ পার্ক’।
সব কিছু ভালোই চলছিল। তবে ২০২০ সালে করোনার কারণে লকডাউন দিতে বাধ্য হয় সরকার। তখন এই প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে। তবে ধীরে ধীরে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্ষতি পুষিয়ে নিচ্ছিল প্রতিষ্ঠানটি। কিন্তু গত বেশ কিছুদিন ধরে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় পুনরায় হোটেল-মোটেল-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে নতুন করে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে রিসোর্টটি।
স্বাভাবিক সময়ে ইলিশ পার্কে ১০–১২ জন স্টাফ কাজ করতেন। এখন সেই সংখ্যা মাত্র একজনে নেমে এসেছে। রিসোর্ট দেখাশুনার জন্য সেই একজন স্টাফকে শুধু রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কুয়াকাটার ১২২টি হোটেলের পরিস্থিতি অনেকটা একই রকম। হোটেল মোটেল বন্ধ থাকলেও বিদ্যুৎ বিল, মেনটেনেস বিল ঠিকই দিতে হচ্ছে।
ইলিশ পার্কের মালিক ও কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য আর.এম.তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়াকাটা এখন ঘুমন্ত অবস্থায় আছে, কোথাও কোনো পর্যটক নেই। সব হোটেল, মোটেল রিসোর্ট বন্ধ। আমরা বড় রকমের ক্ষতির মুখে পড়েছি। এমন পরিস্থিতির জন্য কোনো মালিক প্রস্তুত ছিলেন না। গত বছর লকডাউনে বড় রকমের আর্থিক ক্ষতি হয়েছে। পরে আমরা আগস্টে সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে শুরু করেছিলাম। এখন নতুন লকডাউনে কত দিন হোটেল মোটেল বন্ধ থাকবে আমরা জানি না।’
ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কী সহযোগিতা প্রত্যাশা করেন জানতে চাইলে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের এই সদস্য বলেন, ‘গত বছর লকডাউনের সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পর্যটন এলাকার হোটেল মোটেল রিসোর্ট মালিকদের প্রণোদনার আওতায় আনা হবে। আমরা সবাই আবেদন করেছিলাম, কিন্তু কেউই সরকারি সহযোগিতা পাইনি। এ বছর করোনা সংক্রমণ বাড়ায় আবার লকডাউন শুরু হলো। হোটেল ব্যবসা এখন হুমকির মুখে। এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। এখন সরকার যদি প্রণোদনার আওতায় এনে সহযোগিতা করে, তাহলে হোটেল মোটেল মালিকেরা উপকৃত হবে।’
দেশের হোটেল ইন্ড্রাস্টির অবস্থা ভয়াবহ বিপর্যয়ের মধ্য রয়েছে জানিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহসিন হক হিমেল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা চট্রগ্রামের বিজনেস হোটেলগুলো গত বছর থেকে লোকসানে রয়েছে। এখন নতুন করে আরোপিত বিধিনিষেধে প্রায় ১৩টি দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ বন্ধ রয়েছে। আগে বিদেশ থেকে আসা কিছু কোয়ারেন্টাইন গেস্ট ছিল, এখন তাও নেই। হোটেলে যে রেস্টুরেন্ট আছে, সেখানেও বসে খাওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে বাংলাদেশের হোটেল ইন্ড্রাস্টির অবস্থা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য থেকে জানা যায়, গত বছর করোনার পরিস্থিতি ও লকডাউনের কারণে পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় ৮ হাজার ৭০০ কোটি টাকা।
পর্যটন বিশেষজ্ঞদের আশঙ্কা, লকডাউনে সংকটে পড়ায় অনেক হোটেল মালিক ব্যবসা ছেড়ে দিচ্ছেন। আর অনেক কর্মীরা অন্য পেশায় চলে যাচ্ছেন। ফলে ভবিষ্যতে এই খাতে দক্ষ কর্মীর সংকট দেখা দিতে পারে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর প্রেক্ষিতে ১৮ মার্চ থেকে সব বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করা হয়। দেশের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ২২ আগস্ট থেকে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়।
কুয়াকাটার পর্যটন রিসোর্ট ইলিশ পার্কের মালিক আর.এম.তুষার। প্রায় এক কোটি টাকা বিনিয়োগে ২০১৫ সালে পর্যটকবান্ধব বিশেষ এই রিসোর্টটি তিনি গড়ে তুলেন। স্বল্প সময়ে কুয়াকাটায় আসা পর্যটকদের নজর কাটতে সক্ষম হয় ‘ইলিশ পার্ক’।
সব কিছু ভালোই চলছিল। তবে ২০২০ সালে করোনার কারণে লকডাউন দিতে বাধ্য হয় সরকার। তখন এই প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে। তবে ধীরে ধীরে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্ষতি পুষিয়ে নিচ্ছিল প্রতিষ্ঠানটি। কিন্তু গত বেশ কিছুদিন ধরে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় পুনরায় হোটেল-মোটেল-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে নতুন করে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে রিসোর্টটি।
স্বাভাবিক সময়ে ইলিশ পার্কে ১০–১২ জন স্টাফ কাজ করতেন। এখন সেই সংখ্যা মাত্র একজনে নেমে এসেছে। রিসোর্ট দেখাশুনার জন্য সেই একজন স্টাফকে শুধু রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কুয়াকাটার ১২২টি হোটেলের পরিস্থিতি অনেকটা একই রকম। হোটেল মোটেল বন্ধ থাকলেও বিদ্যুৎ বিল, মেনটেনেস বিল ঠিকই দিতে হচ্ছে।
ইলিশ পার্কের মালিক ও কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য আর.এম.তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়াকাটা এখন ঘুমন্ত অবস্থায় আছে, কোথাও কোনো পর্যটক নেই। সব হোটেল, মোটেল রিসোর্ট বন্ধ। আমরা বড় রকমের ক্ষতির মুখে পড়েছি। এমন পরিস্থিতির জন্য কোনো মালিক প্রস্তুত ছিলেন না। গত বছর লকডাউনে বড় রকমের আর্থিক ক্ষতি হয়েছে। পরে আমরা আগস্টে সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে শুরু করেছিলাম। এখন নতুন লকডাউনে কত দিন হোটেল মোটেল বন্ধ থাকবে আমরা জানি না।’
ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কী সহযোগিতা প্রত্যাশা করেন জানতে চাইলে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের এই সদস্য বলেন, ‘গত বছর লকডাউনের সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পর্যটন এলাকার হোটেল মোটেল রিসোর্ট মালিকদের প্রণোদনার আওতায় আনা হবে। আমরা সবাই আবেদন করেছিলাম, কিন্তু কেউই সরকারি সহযোগিতা পাইনি। এ বছর করোনা সংক্রমণ বাড়ায় আবার লকডাউন শুরু হলো। হোটেল ব্যবসা এখন হুমকির মুখে। এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। এখন সরকার যদি প্রণোদনার আওতায় এনে সহযোগিতা করে, তাহলে হোটেল মোটেল মালিকেরা উপকৃত হবে।’
দেশের হোটেল ইন্ড্রাস্টির অবস্থা ভয়াবহ বিপর্যয়ের মধ্য রয়েছে জানিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহসিন হক হিমেল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা চট্রগ্রামের বিজনেস হোটেলগুলো গত বছর থেকে লোকসানে রয়েছে। এখন নতুন করে আরোপিত বিধিনিষেধে প্রায় ১৩টি দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ বন্ধ রয়েছে। আগে বিদেশ থেকে আসা কিছু কোয়ারেন্টাইন গেস্ট ছিল, এখন তাও নেই। হোটেলে যে রেস্টুরেন্ট আছে, সেখানেও বসে খাওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে বাংলাদেশের হোটেল ইন্ড্রাস্টির অবস্থা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য থেকে জানা যায়, গত বছর করোনার পরিস্থিতি ও লকডাউনের কারণে পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় ৮ হাজার ৭০০ কোটি টাকা।
পর্যটন বিশেষজ্ঞদের আশঙ্কা, লকডাউনে সংকটে পড়ায় অনেক হোটেল মালিক ব্যবসা ছেড়ে দিচ্ছেন। আর অনেক কর্মীরা অন্য পেশায় চলে যাচ্ছেন। ফলে ভবিষ্যতে এই খাতে দক্ষ কর্মীর সংকট দেখা দিতে পারে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর প্রেক্ষিতে ১৮ মার্চ থেকে সব বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করা হয়। দেশের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ২২ আগস্ট থেকে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়।
১০ দিনের মাথায় ওএসডি হলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার কামাল হাসান। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করার কথা উ
২১ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আবাসিক ভাতা প্রদানের বিষয়ে পরবর্তী বাজেটে অন্তর্ভুক্তির জন্য বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করার নিমিত্তে একটি কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্তির লক্ষ্যে কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে। আজ রোববার উপাচার্যের
১ ঘণ্টা আগেছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘেরের মাছ মনে করে লুট করা হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে