নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতিযোগিতা করে চলতে গিয়ে গত বুধবার ঢাকার সাভারে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্স ও দুটি বাস। এতে নিহত হয় এক শিশুসহ একই পরিবারের চারজন। এই ঘটনায় গতকাল শুক্রবার সাভার হাইওয়ে থানা-পুলিশ দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের ও একটি বাসের চালককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামলী পরিবহনের চালক জহিরুল ইসলাম (৪৮) এবং অ্যাম্বুলেন্সের চালক জাহিদ হাসান (২১)। জহিরুল ইসলামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে এবং জাহিদ হাসানের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে।
হাইওয়ে থানা-পুলিশ জানায়, জহিরুল ইসলামকে গতকাল শুক্রবার রাতে ঢাকার গাবতলী থেকে আর জাহিদ হাসানকে গাজীপুরের কোনাবাড়ী থেকে আটক করা হয়। তাঁদের আজ শনিবার সাভার থানায় দায়ের করা দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছে। দুর্ঘটনার দিন হাইওয়ে থানার পক্ষ থেকে সাভার থানায় ওই মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই চালকের বরাত দিয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, অ্যাম্বুলেন্স আর দুটি বাস আগে যাওয়ার প্রতিযোগিতায় পাল্লাপাল্লি করে চলছিল। ঘটনাস্থল ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অ্যাম্বুলেন্সটি বাস দুটিকে অতিক্রম করার সময় সামনে থাকা ঝুমুর পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা খেয়ে সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়। এতে গ্যাস সিলিন্ডার থেকে মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এর পরপরই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ঝুমুর পরিবহনের বাসটি অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে ধাক্কা মারে। আর শ্যামলী পরিবহনের বাসটি ধাক্কা মারে ঝুমুর পরিবহনের পেছনে। এর পরপরই অ্যাম্বুলেন্স থেকে ওই দুটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে।
ওসি সওগাতুল আলম আরও বলেন, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে আটকে পড়া চার যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেও অ্যাম্বুলেন্সের চালকসহ দুই বাসের চালক ও তাঁদের সহকারীরা পালিয়ে যেতে সক্ষম হন।
অসুস্থ ছেলে ফোয়াদ সিদ্দিকীকে (১২) নিয়ে গত বুধবার ঢাকার একটি হাসপাতালে যাচ্ছিলেন টাঙ্গাইলের গোপালপুরের ফারুক-মহোসিনা দম্পতি। এ সময় পথিমধ্যে ফোয়াদসহ ফারুক ও মহোসিনা এবং ফুয়াদের খালা মাহফুজা আক্তার সড়ক দুর্ঘটনায় মারা যান।
ফারুক হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে।
প্রতিযোগিতা করে চলতে গিয়ে গত বুধবার ঢাকার সাভারে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্স ও দুটি বাস। এতে নিহত হয় এক শিশুসহ একই পরিবারের চারজন। এই ঘটনায় গতকাল শুক্রবার সাভার হাইওয়ে থানা-পুলিশ দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের ও একটি বাসের চালককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামলী পরিবহনের চালক জহিরুল ইসলাম (৪৮) এবং অ্যাম্বুলেন্সের চালক জাহিদ হাসান (২১)। জহিরুল ইসলামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে এবং জাহিদ হাসানের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে।
হাইওয়ে থানা-পুলিশ জানায়, জহিরুল ইসলামকে গতকাল শুক্রবার রাতে ঢাকার গাবতলী থেকে আর জাহিদ হাসানকে গাজীপুরের কোনাবাড়ী থেকে আটক করা হয়। তাঁদের আজ শনিবার সাভার থানায় দায়ের করা দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছে। দুর্ঘটনার দিন হাইওয়ে থানার পক্ষ থেকে সাভার থানায় ওই মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই চালকের বরাত দিয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, অ্যাম্বুলেন্স আর দুটি বাস আগে যাওয়ার প্রতিযোগিতায় পাল্লাপাল্লি করে চলছিল। ঘটনাস্থল ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অ্যাম্বুলেন্সটি বাস দুটিকে অতিক্রম করার সময় সামনে থাকা ঝুমুর পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা খেয়ে সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়। এতে গ্যাস সিলিন্ডার থেকে মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এর পরপরই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ঝুমুর পরিবহনের বাসটি অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে ধাক্কা মারে। আর শ্যামলী পরিবহনের বাসটি ধাক্কা মারে ঝুমুর পরিবহনের পেছনে। এর পরপরই অ্যাম্বুলেন্স থেকে ওই দুটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে।
ওসি সওগাতুল আলম আরও বলেন, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে আটকে পড়া চার যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেও অ্যাম্বুলেন্সের চালকসহ দুই বাসের চালক ও তাঁদের সহকারীরা পালিয়ে যেতে সক্ষম হন।
অসুস্থ ছেলে ফোয়াদ সিদ্দিকীকে (১২) নিয়ে গত বুধবার ঢাকার একটি হাসপাতালে যাচ্ছিলেন টাঙ্গাইলের গোপালপুরের ফারুক-মহোসিনা দম্পতি। এ সময় পথিমধ্যে ফোয়াদসহ ফারুক ও মহোসিনা এবং ফুয়াদের খালা মাহফুজা আক্তার সড়ক দুর্ঘটনায় মারা যান।
ফারুক হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে।
অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অনেকগুলি আলোকিত উদ্যোগী প্রাণ মানুষের সেবা করার মন-মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছে। সম্মিলিত ইচ্ছা শক্তির মাধ্যমে সৃষ্টি এ প্রতিষ্ঠান সেবায় রোল মডেল হয়ে উঠবে। দেশের মানুষকে এ ভালো উদাহরণগুলোকে রীতিতে পরিণত
৩ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘ওরিয়েন্টেশন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
১৪ মিনিট আগেদেশ ও গণতন্ত্র পুনর্গঠনে সরকার ব্যবস্থাপনায় সব বিভাগ থেকে প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন রাজশাহীর বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, দেশের কোনো একটি অঞ্চলকে প্রাধান্য দিয়ে তাদের প্রতিনিধির মাধ্যমেই দেশ পুনর্গঠন সম্ভব নয়। এ জন্য সমতা দরকার।
৩১ মিনিট আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের আমলে বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে। চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়া ছিল তাঁর কাজ। সে সময় বিদেশে টাকা পাচারকারীরা এখন সেই টাকায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
৩৮ মিনিট আগে