নিজস্ব প্রতিবেদক
গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এরই মধ্যে একাধিক নেতা গ্রেপ্তার হয়েছেন। মামলা প্রত্যাহারের দাবিতে নানাভাবে হুঁশিয়ারি দিচ্ছেন সংগঠনটির নেতারা। এ পরিস্থিতিতে বিশেষ করে জুমার দিনে নামাজ শেষে বিক্ষোভ সহিংসতার আশঙ্কা নতুন করে বাড়ছে। এর আগে কয়েক শুক্রবার এমন সহিংসতা হয়েছে।
তবে এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সবকটি রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার ও থানার ওসিদের কাছে এরই মধ্যে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের শান্ত পরিবেশ কেউ অশান্ত করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করতে হবে। এছাড়া থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়াতে হবে।
সর্বশেষ সুনামগঞ্জের ছাতক থানায় ইটপাটকেল নিক্ষেপ ও উপজেলা শহরের বাজারে ভাঙচুর চালিয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। সবমিলিয়ে ব্রাহ্মণবাড়িয়াসহ গুরুত্বপূর্ণ জেলা যেখানে হেফাজতের সদস্যের অবস্থান বেশি সেখানকার পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়ে আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
এর মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলার সব থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের ১২টি থানা ও এসএমপির ছয়টি থানায় বিশেষ নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে নিরাপত্তাচৌকি। বসানো হয়েছে হালকা মেশিনগান বা এলএমজি পোস্ট।
এ ব্যাপারে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ আজকের পত্রিকাকে বলে, সাম্প্রতিক সময়ে হেফাজত নানাভাবে পুলিশকে লক্ষ্য করে হামলা করছে। তাদের হামলা থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের ছয়টি থানা, ফাঁড়ি এবং তদন্তকেন্দ্রে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন জানান, হাটহাজারীসহ বিভিন্নস্থানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তারপরও কেউ বা কোনো মহল যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করে তাহলে তাদের কঠোরভাবে মোকাবেলা করতে আমাদের অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা বলেন, আইজিপিসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। এসপি ও থানার ওসিদের বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। থানাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।
গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এরই মধ্যে একাধিক নেতা গ্রেপ্তার হয়েছেন। মামলা প্রত্যাহারের দাবিতে নানাভাবে হুঁশিয়ারি দিচ্ছেন সংগঠনটির নেতারা। এ পরিস্থিতিতে বিশেষ করে জুমার দিনে নামাজ শেষে বিক্ষোভ সহিংসতার আশঙ্কা নতুন করে বাড়ছে। এর আগে কয়েক শুক্রবার এমন সহিংসতা হয়েছে।
তবে এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সবকটি রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার ও থানার ওসিদের কাছে এরই মধ্যে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের শান্ত পরিবেশ কেউ অশান্ত করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করতে হবে। এছাড়া থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়াতে হবে।
সর্বশেষ সুনামগঞ্জের ছাতক থানায় ইটপাটকেল নিক্ষেপ ও উপজেলা শহরের বাজারে ভাঙচুর চালিয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। সবমিলিয়ে ব্রাহ্মণবাড়িয়াসহ গুরুত্বপূর্ণ জেলা যেখানে হেফাজতের সদস্যের অবস্থান বেশি সেখানকার পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়ে আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
এর মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলার সব থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের ১২টি থানা ও এসএমপির ছয়টি থানায় বিশেষ নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে নিরাপত্তাচৌকি। বসানো হয়েছে হালকা মেশিনগান বা এলএমজি পোস্ট।
এ ব্যাপারে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ আজকের পত্রিকাকে বলে, সাম্প্রতিক সময়ে হেফাজত নানাভাবে পুলিশকে লক্ষ্য করে হামলা করছে। তাদের হামলা থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের ছয়টি থানা, ফাঁড়ি এবং তদন্তকেন্দ্রে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন জানান, হাটহাজারীসহ বিভিন্নস্থানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তারপরও কেউ বা কোনো মহল যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করে তাহলে তাদের কঠোরভাবে মোকাবেলা করতে আমাদের অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা বলেন, আইজিপিসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। এসপি ও থানার ওসিদের বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। থানাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৩ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগে