নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হারুন জামিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের শওকত আলী খান লিথো।
আজ শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সংসদ ভবনের এলডি হলে সংগঠনের সাধারণ সভার পর ভোট অনুষ্ঠিত হয়। যাতে শুধু সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
সহসভাপতি পদে ডিবিসি নিউজের ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের মিজানুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের মো. শাহজাহান মোল্লা এবং দৈনিক আজকের পত্রিকার নাজমুল ইসলাম (তানিম আহমেদ) দপ্তর সম্পাদক নির্বাচিত হন।
পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদে মশিউর রহমান (বাংলাবাজার), মনিরুল ইসলাম (আমাদের নতুন সময়), রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), জাহাঙ্গীর কিরণ (মানবকণ্ঠ) ও হাবিবুর রহমান পঞ্চায়েত (ইনকিলাব) নির্বাচন হন।
সভাপতি হারুন আল রশীদ এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক নাফিসা দৌলার সঞ্চালনায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-২) মো. এমাদুল হক। উপপরিচালক নীলুফার ইয়াসমিন নির্বাচন কমিশনার এবং সহকারী পরিচালক মো. শোয়াইব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী পরিচালক কুদরত উল হক নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হারুন জামিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের শওকত আলী খান লিথো।
আজ শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সংসদ ভবনের এলডি হলে সংগঠনের সাধারণ সভার পর ভোট অনুষ্ঠিত হয়। যাতে শুধু সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
সহসভাপতি পদে ডিবিসি নিউজের ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের মিজানুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের মো. শাহজাহান মোল্লা এবং দৈনিক আজকের পত্রিকার নাজমুল ইসলাম (তানিম আহমেদ) দপ্তর সম্পাদক নির্বাচিত হন।
পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদে মশিউর রহমান (বাংলাবাজার), মনিরুল ইসলাম (আমাদের নতুন সময়), রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), জাহাঙ্গীর কিরণ (মানবকণ্ঠ) ও হাবিবুর রহমান পঞ্চায়েত (ইনকিলাব) নির্বাচন হন।
সভাপতি হারুন আল রশীদ এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক নাফিসা দৌলার সঞ্চালনায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-২) মো. এমাদুল হক। উপপরিচালক নীলুফার ইয়াসমিন নির্বাচন কমিশনার এবং সহকারী পরিচালক মো. শোয়াইব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী পরিচালক কুদরত উল হক নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন।
কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে সম্প্রতি একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আমার মতো অসহায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আর্তনাদ কেউ শুনতে চায় না। তারপরও মনে হয়, কেউ যদি শোনে। বিনা দোষে জেল খাটার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।’
৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অনেকগুলো আলোকিত উদ্যোগী প্রাণ মানুষের সেবা করার মন-মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছে। সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে সৃষ্টি এ প্রতিষ্ঠান সেবায় রোল মডেল হয়ে উঠবে। দেশের মানুষকে এ ভালো উদাহরণগুলোকে রীতিতে পরিণত
১১ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘ওরিয়েন্টেশন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
২২ মিনিট আগেদেশ ও গণতন্ত্র পুনর্গঠনে সরকার ব্যবস্থাপনায় সব বিভাগ থেকে প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন রাজশাহীর বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, দেশের কোনো একটি অঞ্চলকে প্রাধান্য দিয়ে তাদের প্রতিনিধির মাধ্যমেই দেশ পুনর্গঠন সম্ভব নয়। এ জন্য সমতা দরকার।
৩৯ মিনিট আগে