নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে মো. আল-আমিন (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন পিএসসির কর্মচারীরা। পরে বিকেলে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে পিএসসি। পরে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তিনি রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরে ভাড়া বাসায় থাকেন।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা ১টার দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে একজন বহিরাগত প্রবেশ করে প্লাস্টিকের কাভার দিয়ে আটকানো বিদ্যুতের মোটা তার প্লাস দিয়ে কাটার চেষ্টা করেন। এ সময় ঘটনাটি কমিশনের নিরাপত্তাকর্মী আরিফুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে প্রতিষ্ঠানের অন্য ব্যক্তিরা গিয়ে তাঁকে আটক করেন।
পিএসসি বলছে, আশঙ্কা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো নাশকতা ঘটানোর উদ্দেশ্যে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেন। কারণ, তিনি বিদ্যুতের তার কাটছিলেন, এতে অগ্নিকাণ্ড ঘটানো সম্ভব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যসহ চলমান বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী ও নিয়োগপ্রাপ্তদের ডেটা বিনষ্ট করার প্রয়াসে এ ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়েছেন। কারণ, পিএসসির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নষ্ট করা গেলে অনেক নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত প্রার্থীদের বিষয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে।
এদিকে এ ঘটনায় পিএসসিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসার, নিরাপত্তাকর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, আল-আমিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড আবেদন করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে মো. আল-আমিন (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন পিএসসির কর্মচারীরা। পরে বিকেলে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে পিএসসি। পরে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তিনি রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরে ভাড়া বাসায় থাকেন।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা ১টার দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে একজন বহিরাগত প্রবেশ করে প্লাস্টিকের কাভার দিয়ে আটকানো বিদ্যুতের মোটা তার প্লাস দিয়ে কাটার চেষ্টা করেন। এ সময় ঘটনাটি কমিশনের নিরাপত্তাকর্মী আরিফুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে প্রতিষ্ঠানের অন্য ব্যক্তিরা গিয়ে তাঁকে আটক করেন।
পিএসসি বলছে, আশঙ্কা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো নাশকতা ঘটানোর উদ্দেশ্যে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেন। কারণ, তিনি বিদ্যুতের তার কাটছিলেন, এতে অগ্নিকাণ্ড ঘটানো সম্ভব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যসহ চলমান বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী ও নিয়োগপ্রাপ্তদের ডেটা বিনষ্ট করার প্রয়াসে এ ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়েছেন। কারণ, পিএসসির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নষ্ট করা গেলে অনেক নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত প্রার্থীদের বিষয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে।
এদিকে এ ঘটনায় পিএসসিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসার, নিরাপত্তাকর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, আল-আমিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড আবেদন করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেঝিনাইদহের কোটচাঁদপুরে মেছো বাঘ (বনবিড়াল) মেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তা শফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মাহশপুরের কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেভারতীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ায় একেবারে কমে এসেছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এর মধ্যে ভারত কিছু ভিসা দিলেও নানান শর্তের বেড়াজালে বেনাপোল বন্দরেই আগের বছরের চেয়ে গত বছর...
২৮ মিনিট আগেসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ইংরেজি বিভাগের আয়োজনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত ভ্রমণবিষয়ক লেখক মঈনুস সুলতানকে ঘিরে কেটেছে এক মোহিত দুপুর। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব...
৩৫ মিনিট আগে