অনলাইন ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে আজ সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নওগাঁর ধামইরহাটে তিনজন, পীরগঞ্জে একজন, পাঁচবিবিতে একজন, মানিকগঞ্জে একজন, মাদারগঞ্জে একজন এবং কিশোরগঞ্জের একজন বজ্রপাতে মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ধামইরহাট (নওগাঁ): আজ দুপুর ২টার দিকে ধামইরহাটে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, জগদল এলাকার হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (১৩), উপজেলার চকউমর গ্রামের আছির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬২) ও আলতাদীঘি এলাকার খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩০)।
স্থানীয়রা জানান, দুপুরে ধামইরহাট ইউনিয়নের জগদল এলাকায় গরু খুঁজতে যায় বৃষ্টি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে রাসেল ও রশিদ ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান।
পীরগঞ্জ (রংপুর): পীরগঞ্জে বজ্রপাতে শম্পা খাতুন নামে এক কিশোরী নিহত হয়েছে। আজ বেলা আড়াইটার দিকে উপজেলার অনন্তপুর বুর্জপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সে উপজেলার কলোনি বাজার বালিকা বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রী ছিল এবং উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তপুর বুর্জপাড়া গ্রামের সাজু মিয়ার মেয়ে।
জানা গেছে, আজ সকাল থেকেই পীরগঞ্জে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বেলা আড়াইটার দিকে শম্পা মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে তার পুরো শরীর ঝলসে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় বলেন, খবর পেয়ে শম্পার পরিবারকে পিআইওর মাধ্যমে সরকারি তহবিল থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবিতে মাঠে মাছ ধরার সময় বজ্রপাতে আসাদুল হক বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। বিকেলে এ ঘটনা ঘটে। বাবু উপজেলার কল্যাণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, বিকেলে বাড়ির পাশে মাঠের জমিতে আসাদুলসহ কয়েকজন জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাঁর শরীর ঝলসে যায়। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের ডাউটিয়া গ্রামে বজ্রপাতে হাচানুর রহমান (৫০) নামে এক কৃষক মারা গেছেন। হাচানুর রহমান ওই গ্রামের মৃত আমির আলীর ছেলে।
পরিবারের সূত্রে জানা গেছে, সকালে হাচানুর বাড়ির বোরো খেতে আগাছা পরিষ্কার করতে যান। বেলা ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দিঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদারগঞ্জ (জামালপুর): মাদারগঞ্জে বজ্রপাতে আবু সাইদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আবু সাইদ উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় গ্রামের হেলাল খাঁর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জহুরুল মণ্ডল জানান, সাইদ তাঁর বাড়ির পাশের খালে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন মো. রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক। আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ইঞ্জিনচালিত নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার অন্তত চার ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। রফিকুল উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন-সহিলা দক্ষিণপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের টেহুনিয়া হাওরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, আজ বিকেল ৩টার দিকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যান রফিকুল। এ সময় বজ্রপাত হলে নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান তিনি। স্থানীয় অনেক খুঁজেও কোনো হদিস পাননি। পরে মিঠামইন থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মরদেহ উদ্ধার করে।
ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে আজ সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নওগাঁর ধামইরহাটে তিনজন, পীরগঞ্জে একজন, পাঁচবিবিতে একজন, মানিকগঞ্জে একজন, মাদারগঞ্জে একজন এবং কিশোরগঞ্জের একজন বজ্রপাতে মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ধামইরহাট (নওগাঁ): আজ দুপুর ২টার দিকে ধামইরহাটে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, জগদল এলাকার হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (১৩), উপজেলার চকউমর গ্রামের আছির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬২) ও আলতাদীঘি এলাকার খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩০)।
স্থানীয়রা জানান, দুপুরে ধামইরহাট ইউনিয়নের জগদল এলাকায় গরু খুঁজতে যায় বৃষ্টি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে রাসেল ও রশিদ ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান।
পীরগঞ্জ (রংপুর): পীরগঞ্জে বজ্রপাতে শম্পা খাতুন নামে এক কিশোরী নিহত হয়েছে। আজ বেলা আড়াইটার দিকে উপজেলার অনন্তপুর বুর্জপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সে উপজেলার কলোনি বাজার বালিকা বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রী ছিল এবং উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তপুর বুর্জপাড়া গ্রামের সাজু মিয়ার মেয়ে।
জানা গেছে, আজ সকাল থেকেই পীরগঞ্জে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বেলা আড়াইটার দিকে শম্পা মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে তার পুরো শরীর ঝলসে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় বলেন, খবর পেয়ে শম্পার পরিবারকে পিআইওর মাধ্যমে সরকারি তহবিল থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবিতে মাঠে মাছ ধরার সময় বজ্রপাতে আসাদুল হক বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। বিকেলে এ ঘটনা ঘটে। বাবু উপজেলার কল্যাণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, বিকেলে বাড়ির পাশে মাঠের জমিতে আসাদুলসহ কয়েকজন জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাঁর শরীর ঝলসে যায়। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের ডাউটিয়া গ্রামে বজ্রপাতে হাচানুর রহমান (৫০) নামে এক কৃষক মারা গেছেন। হাচানুর রহমান ওই গ্রামের মৃত আমির আলীর ছেলে।
পরিবারের সূত্রে জানা গেছে, সকালে হাচানুর বাড়ির বোরো খেতে আগাছা পরিষ্কার করতে যান। বেলা ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দিঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদারগঞ্জ (জামালপুর): মাদারগঞ্জে বজ্রপাতে আবু সাইদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আবু সাইদ উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় গ্রামের হেলাল খাঁর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জহুরুল মণ্ডল জানান, সাইদ তাঁর বাড়ির পাশের খালে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন মো. রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক। আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ইঞ্জিনচালিত নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার অন্তত চার ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। রফিকুল উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন-সহিলা দক্ষিণপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের টেহুনিয়া হাওরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, আজ বিকেল ৩টার দিকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যান রফিকুল। এ সময় বজ্রপাত হলে নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান তিনি। স্থানীয় অনেক খুঁজেও কোনো হদিস পাননি। পরে মিঠামইন থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মরদেহ উদ্ধার করে।
ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে