টিপু ও প্রীতি হত্যার বিচার চেয়ে আদালতে সাক্ষ্য দিলেন বাদী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২৪, ১৪: ২৯
Thumbnail image

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী নিহত জাহিদুল ইসলামের স্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৩-এর আদালতে তিনি সাক্ষ্য দেন।

ওই আদালতের বিশেষ পিপি রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার বাদী ফারহানা জবানবন্দি দিয়েছেন। একজন আসামির পক্ষে আংশিক জেরা করা হয়েছে।

আদালত সূত্রে আরও জানা গেছে, বিচারক আলী হোসাইন আগামী ১৮ জুলাই বাদী সাক্ষীকে আসামিপক্ষের জেরা করার জন্য দিন ধার্য করেছেন।

জানা যায়, বাদী ঘটনার বর্ণনা করে স্বামী হত্যার বিচার চেয়েছেন আদালতে। একই সঙ্গে প্রীতি হত্যারও বিচার দাবি করেছেন।

এই মামলায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারসহ ৩৩ জন আসামি।

অন্য আসামিরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ মনসুর, আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান আহম্মেদ মন্টু, ফ্রিডম মানিক ওরফে জাফর, সুমন সিকদার মুসা, শুটার মাসুম মোহাম্মদ আকাশ, শামীম হোসাইন, তৌফিক হাসান ওরফে বিডি বাবু, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান ওরফে ‘ঘাতক’ সোহেল, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাফিজুল ইসলাম হাফিজ, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, মাহবুবুর রহমান টিটু, নাসির উদ্দিন মানিক, মশিউর রহমান ইকরাম, ইয়াসির আরাফাত সৈকত, আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান, সেকান্দার শিকদার আকাশ, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মাতবর, আবু সালেহ শিকদার, কিলার নাসির, ওমর ফারুক, মোহাম্মদ মারুফ খান, ইশতিয়াক আহম্মেদ জিতু, ইমরান হোসেন জিতু, রাকিবুর রহমান রাকিব, মোরশেদুল আলম পলাশ, রিফাত হোসেন, সোহেল রানা, ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, সামসুল হায়দার উচ্ছল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল।

চার্জশিটভুক্ত ২৫ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন। পরে একজন আদালতে আত্মসমর্পণ করেন। আসামিদের মধ্যে দুজন জামিনে আছেন। অন্যরা কারাগারে আছেন। সাক্ষ্যগ্রহণের সময় জামিনে থাকা দুই আসামি হাজির ছিলেন। কারাগারে থাকা আসামিদেরও আদালতে হাজির করা হয়। মামলায় সাতজন পলাতক রয়েছেন।

এর আগে গত বছর ৫ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

গত ২৯ এপ্রিল ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত