নিজস্ব প্রতিবেদক
আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে বন্ধ হচ্ছে না পণ্যবাহী ট্রেন চলাচল। আগের মতোই পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের দেওয়া এক সপ্তাহের কঠোর নির্দেশনা আরও দুই দিন অর্থাৎ আগামী ১৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। সেই হিসেবে ১২ ও ১৩ এপ্রিল আগের নির্দেশনা অনুযায়ী সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান রেলের মহাপরিচালক।
এর আগে গতবছর লকডাউনেও বাংলাদেশ রেলওয়ে সারাদেশে উৎপাদিত কৃষকের পণ্য পরিবহনে চালু রেখেছিল পণ্যবাহী ট্রেন এবং আম পরিবহনে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১২ ও ১৩ এপ্রিল আগের নির্দেশনা অনুযায়ী শুধু দেশের সিটি কর্পোরেশন এলাকায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ আজকের পত্রিকাকে জানিয়েছেন, সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ১২ ও ১৩ তারিখেও দূরপাল্লার পরিবহণ চলাচল বন্ধ থাকবে। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা রিফান্ড করা হয়েছে।
আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে বন্ধ হচ্ছে না পণ্যবাহী ট্রেন চলাচল। আগের মতোই পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের দেওয়া এক সপ্তাহের কঠোর নির্দেশনা আরও দুই দিন অর্থাৎ আগামী ১৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। সেই হিসেবে ১২ ও ১৩ এপ্রিল আগের নির্দেশনা অনুযায়ী সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান রেলের মহাপরিচালক।
এর আগে গতবছর লকডাউনেও বাংলাদেশ রেলওয়ে সারাদেশে উৎপাদিত কৃষকের পণ্য পরিবহনে চালু রেখেছিল পণ্যবাহী ট্রেন এবং আম পরিবহনে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১২ ও ১৩ এপ্রিল আগের নির্দেশনা অনুযায়ী শুধু দেশের সিটি কর্পোরেশন এলাকায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ আজকের পত্রিকাকে জানিয়েছেন, সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ১২ ও ১৩ তারিখেও দূরপাল্লার পরিবহণ চলাচল বন্ধ থাকবে। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা রিফান্ড করা হয়েছে।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইউনিয়ন ভূমি অফিস ও সরকারি খাস জায়গায় গড়ে উঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনভর এই অভিযান চলে।
৪ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার হরিরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে দুর্গাপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
২৮ মিনিট আগেবৃহস্পতিবার পর্যন্ত ৩০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু তাদের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত কারা এবং তাদের ভূমিকা কী ছিল তা স্পষ্ট করতে পারেনি বাহিনীটি। এতে পুলিশের প্রাথমিক ব্যর্থতা পাওয়া গেছে বলে জানা গেছে।
৩২ মিনিট আগেরাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সোয়া ৮টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
৩৯ মিনিট আগে