Ajker Patrika

মোবাইল চুরির দায়ে শিশু মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)
মোবাইল চুরির দায়ে শিশু মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় একটি মোবাইল ফোন চুরির অভিযোগে এক শিশুকে প্রকাশ্যে বাজারে মারধর করে তাঁর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় ঘটেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গৈলা বাজারে এ ঘটনাটি ঘটে। 

ভুক্তভোগী শিশু ও তাঁর মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের দরিদ্র ভ্যান চালক লাল মিয়া সরদারের শিশু পুত্র সজীব (১১)। ঘটনার দিন বিকেলে গৈলা বাজারের অলি টেলিকম থেকে একটি মোবাইল ফোন চুরির ঘটনায় শিশুটিকে দায়ী করা হয়। পরে স্থানীয় শাহীন খানের ছেলে তাওহীদ খানের নেতৃত্বে স্থানীয় এনামুলসহ ৪ /৫ জন মিলে গৈলা বাজারে প্রকাশ্যে মারধর করে কাঁচি দিয়ে শিশুটির মাথার চুল কেটে দেওয়া হয়। 

শিশুটির মা সানু বেগম অভিযোগে করে বলেন, দুপুরে তাঁর ছেলে বাড়ি আসে। একটু পরে গৈলা অলি টেলিকমের মালিক অলি বেপারী তাঁদের বাড়ি এসে সজীবকে বাজারে ডেকে নিয়ে যায়। তারপরে বিকেলে তার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি এসে জানায় যে একটি মোবাইল ফোন চুরির অপবাদে তাকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে। 

তিনি ঘটনার বিচার দাবি করে বলেন, `আমার ছেলে যদি চুরি করে থাকে তাহলে তারা আমার কাছে বিচার দিলে আমি আমার ছেলের বিচার করতাম। আমার শিশু সন্তানকে মারধর করে বাজারের লোকজন অমানবিকভাবে মাথার চুল কেটে দিয়েছে।' 

শিশুর বাবা ভ্যান চালক লাল মিয়া সরদার বলেন, `আমরা গরিব মানুষ। আমাদের এই ঘটনার মধ্যে টানবেন না।' ঘটনাটি অমানবিক বলে তিনি বিষয়টি নিয়ে তাঁর যেন কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ করেছেন। 

অলি টেলিকমের মালিক অলি বেপারী বলেন, `আমি দোকানে না থাকার অবস্থায় অন্য একজনের উপস্থিতিতে সজীব আমার দোকান থেকে বিকাশ ও নগদ এজেন্টের দুটি সিম ভরা একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। দোকানের সিসি টিভি দেখে সজীবকে ফোন নেওয়ার ঘটনায় তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করলে সে ফোন চুরির কথা স্বীকার করে। একপর্যায়ে চুরি যাওয়া ফোনটি সজীব ফেরত দেয়। তার মধ্যে সিম না থাকায় তাকে সিম দুটি ফেরত দিতে বললে সে জানায় সিম ফেলে দিয়েছে। কোথায় ফেলেছে তা দেখানোর জন্য তাকে বাড়ি থেকে ডেকে আনলে সজীব কাঁচা বাজারের ময়লা ফেলার স্থান দেখিয়ে দিলে সেখানে খুঁজে সিম দুটি উদ্ধার করি। পরে তাকে নিয়ে মসজিদে নামাজ পরে মিলাদের তবারক দিয়ে বাড়ি পাঠিয়ে দেই। এরপরে শুনেছি যে বাজারে বসে তার চুল কেটে দিয়েছে উৎসুক লোকজন।' 

বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুশান্ত কর্মকার বলেন, তিনি গৈলা মনসা পূঁজার আয়োজনের জন্য মনসা বাড়িতে ছিলেন। বাজারে এসে একটি শিশুর চুল কাটার কথা শুনেছেন। তবে কে বা কারা ওই শিশুটির চুল কেটেছে তা তিনি জানেন না। 

গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু বলেন, তিনি সন্ধ্যার আগ পর্যন্ত ঘটনা জানতেন না। লোক মুখে ঘটনা শুনে তিনি গৈলা বাজারে উপস্থিত হয়ে শিশুকে মারধর ও চুল কাটার কথা জানতে পারেন। অমানবিক এই এই ঘটনায় তিনি আইনগত বিচার দাবি করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। 

থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, শিশুটির বাবা–মায়ের কাছ থেকে বিস্তারিত শোনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত