ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় আলমগীর নামের একজন পুলিশের উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আজ শুক্রবার সকালে ঝালকাঠি শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, এসআই আলমগীর উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলায়।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, গৃহবধূ তাঁর দুই সন্তান নিয়ে দক্ষিণ চেঁচরী গ্রামে বসবাস করেন। তাঁর স্বামী ব্যবসার সুবাদে চট্টগ্রামে থাকেন। গৃহবধূর এক বোনের বাড়ি তারাবুনিয়া গ্রামে। সেখানে আসা-যাওয়ার সুবাদে এসআই আলমগীরের সঙ্গে গৃহবধূর পরিচয় হয়।
ওসি বলেন, মামলার অভিযোগে বলা হয় গত ৩ এপ্রিল রাতে বাদীর বাড়িতে গিয়ে এসআই আলমগীর তাঁকে মারধর করেন এবং পরে ধর্ষণ করেন। নারী অভিযোগ করেন, ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষায় তিনি তাকে আঘাত করেও রক্ষা পাননি।
ওসি মুরাদ আলী বলেন, ঘটনার পর থেকে এসআই আত্মগোপনে ছিলেন। আসামিকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে পাঠানো হয়েছে। বাদীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠির কাঁঠালিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় আলমগীর নামের একজন পুলিশের উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আজ শুক্রবার সকালে ঝালকাঠি শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, এসআই আলমগীর উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলায়।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, গৃহবধূ তাঁর দুই সন্তান নিয়ে দক্ষিণ চেঁচরী গ্রামে বসবাস করেন। তাঁর স্বামী ব্যবসার সুবাদে চট্টগ্রামে থাকেন। গৃহবধূর এক বোনের বাড়ি তারাবুনিয়া গ্রামে। সেখানে আসা-যাওয়ার সুবাদে এসআই আলমগীরের সঙ্গে গৃহবধূর পরিচয় হয়।
ওসি বলেন, মামলার অভিযোগে বলা হয় গত ৩ এপ্রিল রাতে বাদীর বাড়িতে গিয়ে এসআই আলমগীর তাঁকে মারধর করেন এবং পরে ধর্ষণ করেন। নারী অভিযোগ করেন, ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষায় তিনি তাকে আঘাত করেও রক্ষা পাননি।
ওসি মুরাদ আলী বলেন, ঘটনার পর থেকে এসআই আত্মগোপনে ছিলেন। আসামিকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে পাঠানো হয়েছে। বাদীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
৮ মিনিট আগেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
১২ মিনিট আগেসাতক্ষীরার তালায় রাইস কুকারে পানি গরম করার সময় মায়ের কোলে থাকা শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটির মা। আজ সোমবার দুপুরে উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে