নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিএনপির নির্বাচন বর্জনের কর্মসূচিতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়কসহ সাতজনকে আটক করা হয়। আজ বুধবার নগরীতে নির্বাচন বর্জনের প্রচারপত্র বিলির সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ আদালতপাড়ায় বিএনপির নির্বাচন বর্জনের প্রচারপত্র বিলির কর্মসূচি শুরু করেন দলের নেতা-কর্মীরা। পরে তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে আদালতপাড়া থেকে মূল সড়কে নেমে পড়েন। সেখান থেকে স্লোগান দিয়ে এক কিলোমিটার দূরে সদর রোডের দলীয় কার্যালয়ে পৌঁছান।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য আবু নাসের রহমত উল্লাহ, দক্ষিণ জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্যসচিব আবুল কালাম শাহীন প্রমুখ।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা আবারও মিছিল নিয়ে সড়কে ওঠার চেষ্টা করেন। তখন ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় আকন কুদ্দুস, আবু নাসের রহমত উল্লাহ, যুবদলের হাফিজ আহমেদ বাবলু, মাসুদ হাসান মামুনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতা-কর্মীরা পুলিশের অনুমতি নেয়নি। তারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিকল্পনা করেছিল।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বিএনপি নেতা আবুল হোসেন খানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি তাৎক্ষণিক তাঁদের নাম জানাতে পারেননি।’
বরিশালে বিএনপির নির্বাচন বর্জনের কর্মসূচিতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়কসহ সাতজনকে আটক করা হয়। আজ বুধবার নগরীতে নির্বাচন বর্জনের প্রচারপত্র বিলির সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ আদালতপাড়ায় বিএনপির নির্বাচন বর্জনের প্রচারপত্র বিলির কর্মসূচি শুরু করেন দলের নেতা-কর্মীরা। পরে তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে আদালতপাড়া থেকে মূল সড়কে নেমে পড়েন। সেখান থেকে স্লোগান দিয়ে এক কিলোমিটার দূরে সদর রোডের দলীয় কার্যালয়ে পৌঁছান।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য আবু নাসের রহমত উল্লাহ, দক্ষিণ জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্যসচিব আবুল কালাম শাহীন প্রমুখ।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা আবারও মিছিল নিয়ে সড়কে ওঠার চেষ্টা করেন। তখন ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় আকন কুদ্দুস, আবু নাসের রহমত উল্লাহ, যুবদলের হাফিজ আহমেদ বাবলু, মাসুদ হাসান মামুনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতা-কর্মীরা পুলিশের অনুমতি নেয়নি। তারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিকল্পনা করেছিল।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বিএনপি নেতা আবুল হোসেন খানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি তাৎক্ষণিক তাঁদের নাম জানাতে পারেননি।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে