প্রতিনিধি, বরিশাল
'প্রশাসনের আচরণ দেখে মনে হচ্ছে তার বিশেষ কোন গোষ্ঠীর হয়ে কাজ করছেন। প্রশাসন আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় আওয়ামী লীগ নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তারা পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।'
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. তালুকদার মো. ইউনুস এ বক্তব্য দিয়েছেন। বরিশালে ইউএন’র বাসভবনে হামলা পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
বুধবার রাতের ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেলে মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে জানায়, 'নিয়মিত কাজের অংশ হিসেবে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন শাখার কর্মীরা রাতে উপজেলা পরিষদ চত্বরে গিয়েছিল। এ সময় সদর উপজেলা ইউএনও মুনিবুর রহমান বেড়িয়ে এসে দম্ভোক্তি দেখিয়ে তাঁদের এ কাজে বাধা দেন। খবর পেয়ে মেয়রের নির্দেশে সেখানে যান নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু। ইউএনও তাঁদের সঙ্গে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। একপর্যায়ে আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র নিয়ে তিনি নিজেই গুলি ছোড়া শুরু করেন। হাসান মাহমুদ বাবুকে ইউএনও টেনে হিঁচড়ে তাঁর বাসভবনের মধ্যে নিয়ে আটকে রাখেন।'
খবর পেয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে নিজের পরিচয় দিলেও আনসার সদস্যরা গুলি করতে থাকেন। পরে পুলিশ এসেও আওয়ামী লীগ নেতা কর্মীদের বেধড়ক পেটায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার রাতের ঘটনায় ৬০ জনের বেশি নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং লাঠিপেটায় আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে অবস্থান নেওয়ায় আহতরা আত্মগোপনে রয়েছেন। মিথ্যা দুটি মামলা দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করতে বাসায় বাসায় অভিযান চালানো হচ্ছে।
পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আইনি আশ্রয়ে যাওয়ার বিষয়টি তাঁরা পরে দেখবেন। একটি সরকারি দপ্তরে রাতে পরিচ্ছন্ন কাজ করতে যাওয়া প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন বলেন, সিটি করপোরেশনের নিয়মই হচ্ছে রাতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো। সিটি করপোরেশনের কাজে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি প্রসঙ্গ তোলা হলে আওয়ামী লীগ নেতারা বলেন, তারাও সিটি করপোরেশনের চাকরিজীবী।
সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নাইমুল ইসলাম লিটু বক্তৃতা করেন।
'প্রশাসনের আচরণ দেখে মনে হচ্ছে তার বিশেষ কোন গোষ্ঠীর হয়ে কাজ করছেন। প্রশাসন আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় আওয়ামী লীগ নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তারা পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।'
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. তালুকদার মো. ইউনুস এ বক্তব্য দিয়েছেন। বরিশালে ইউএন’র বাসভবনে হামলা পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
বুধবার রাতের ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেলে মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে জানায়, 'নিয়মিত কাজের অংশ হিসেবে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন শাখার কর্মীরা রাতে উপজেলা পরিষদ চত্বরে গিয়েছিল। এ সময় সদর উপজেলা ইউএনও মুনিবুর রহমান বেড়িয়ে এসে দম্ভোক্তি দেখিয়ে তাঁদের এ কাজে বাধা দেন। খবর পেয়ে মেয়রের নির্দেশে সেখানে যান নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু। ইউএনও তাঁদের সঙ্গে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। একপর্যায়ে আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র নিয়ে তিনি নিজেই গুলি ছোড়া শুরু করেন। হাসান মাহমুদ বাবুকে ইউএনও টেনে হিঁচড়ে তাঁর বাসভবনের মধ্যে নিয়ে আটকে রাখেন।'
খবর পেয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে নিজের পরিচয় দিলেও আনসার সদস্যরা গুলি করতে থাকেন। পরে পুলিশ এসেও আওয়ামী লীগ নেতা কর্মীদের বেধড়ক পেটায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার রাতের ঘটনায় ৬০ জনের বেশি নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং লাঠিপেটায় আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে অবস্থান নেওয়ায় আহতরা আত্মগোপনে রয়েছেন। মিথ্যা দুটি মামলা দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করতে বাসায় বাসায় অভিযান চালানো হচ্ছে।
পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আইনি আশ্রয়ে যাওয়ার বিষয়টি তাঁরা পরে দেখবেন। একটি সরকারি দপ্তরে রাতে পরিচ্ছন্ন কাজ করতে যাওয়া প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন বলেন, সিটি করপোরেশনের নিয়মই হচ্ছে রাতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো। সিটি করপোরেশনের কাজে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি প্রসঙ্গ তোলা হলে আওয়ামী লীগ নেতারা বলেন, তারাও সিটি করপোরেশনের চাকরিজীবী।
সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নাইমুল ইসলাম লিটু বক্তৃতা করেন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৩ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগে