গৌরনদী ও আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এক মেয়েসন্তানের জন্ম দেন। পরে বাবার পরিচয় না পাওয়ায় তাঁর সন্তানকে জেলার আগৈলঝাড়া ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিপু সুলতান বলেন, ‘গতকাল বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্তান সম্ভবা মানসিক ভারসাম্যহীন নারীকে (৩৫) স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। ভর্তির পর থেকে তিনি পর্যবেক্ষণে ছিলেন। আজ সকাল ৮টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তাঁর এক মেয়েসন্তান হয়েছে। ওই নারী হাসপাতালে ভর্তি আছেন।’
মানসিক ভারসাম্যহীন এই নারী গৌরনদীর বিভিন্ন বাজার–ঘাটে ঘুরে বেড়ান। গতকাল দুপুরে তিনি উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামে সড়কের পাশে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। এই খবর স্থানীয় লোকজনের কাছ থেকে পান বলে জানান গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বিপুল হোসেন। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্থানে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি।’
নবজাতকের বাবার পরিচয় পাওয়া যায়নি বলে জানান গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান। তিনি বলেন, ‘শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আজ বিকেলে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবিহোমে (ছোটমণি নিবাস) শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।’
আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের আওতায় বরিশাল বিভাগীয় ছোটমণী নিবাসে আজ বিকেলে নবজাতককে আনা হয়েছে বলে জানান এই প্রতিষ্ঠানের উপ–তত্ত্বাবধায়ক ও আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা। তিনি বলেন, ‘শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। স্টাফরা তাঁকে গ্রহণ করে মাতৃস্নেহে পরম আদরে পালন করছেন।’
বরিশাল বিভাগীয় ছোটমণী নিবাসে নবজাতককে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সমাজসেবা অফিসের অফিস সহকারী মো. আবুল হোসেন, গৌরনদী অফিস সহকারী মো. নুরুজ্জামান মোল্লা, গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ও মিডওয়াইফ কনিকা হালদার।
বরিশালের গৌরনদীতে মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এক মেয়েসন্তানের জন্ম দেন। পরে বাবার পরিচয় না পাওয়ায় তাঁর সন্তানকে জেলার আগৈলঝাড়া ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিপু সুলতান বলেন, ‘গতকাল বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্তান সম্ভবা মানসিক ভারসাম্যহীন নারীকে (৩৫) স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। ভর্তির পর থেকে তিনি পর্যবেক্ষণে ছিলেন। আজ সকাল ৮টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তাঁর এক মেয়েসন্তান হয়েছে। ওই নারী হাসপাতালে ভর্তি আছেন।’
মানসিক ভারসাম্যহীন এই নারী গৌরনদীর বিভিন্ন বাজার–ঘাটে ঘুরে বেড়ান। গতকাল দুপুরে তিনি উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামে সড়কের পাশে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। এই খবর স্থানীয় লোকজনের কাছ থেকে পান বলে জানান গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বিপুল হোসেন। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্থানে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি।’
নবজাতকের বাবার পরিচয় পাওয়া যায়নি বলে জানান গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান। তিনি বলেন, ‘শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আজ বিকেলে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবিহোমে (ছোটমণি নিবাস) শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।’
আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের আওতায় বরিশাল বিভাগীয় ছোটমণী নিবাসে আজ বিকেলে নবজাতককে আনা হয়েছে বলে জানান এই প্রতিষ্ঠানের উপ–তত্ত্বাবধায়ক ও আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা। তিনি বলেন, ‘শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। স্টাফরা তাঁকে গ্রহণ করে মাতৃস্নেহে পরম আদরে পালন করছেন।’
বরিশাল বিভাগীয় ছোটমণী নিবাসে নবজাতককে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সমাজসেবা অফিসের অফিস সহকারী মো. আবুল হোসেন, গৌরনদী অফিস সহকারী মো. নুরুজ্জামান মোল্লা, গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ও মিডওয়াইফ কনিকা হালদার।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৩ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
৩ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৩ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে