রাতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বাল্কহেডের ধাক্কা, নিখোঁজ ২

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১: ৫১
Thumbnail image

ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মর্নিংসান ৯ নামের যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে দুজনসহ একটি বাল্কহেড ডুবে গেছে বলে জানা গেছে। এ সময় সংঘর্ষে লঞ্চটির তলা ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করলে দ্রুত লঞ্চটি উজিরপুরের চৌধুরীর হাট ঘাটে নোঙর করা হয়। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

গতকাল সোমবার রাত ৮টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালিবাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পরে স্বরূপকাঠি থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন মর্নিংসান লঞ্চের সুপারভাইজার আব্দুল আলিম। 

দুর্ঘটনা কবলিত লঞ্চ মর্নিংসান ৯এ বিষয়ে মর্নিংসান লঞ্চের সুপারভাইজার আব্দুল আলিম মোবাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা বানারীপাড়া ছেড়ে যাওয়ার পথে কালিবাজার থেকে একটু সামনে নদীর মাঝখানে আমাদের মাস্টার একটি বাল্কহেড দেখতে পান। এ সময় মাস্টাররা মাইকিং করেন ও আলো জ্বালিয়ে সংকেত জানান। কিন্তু বাল্কহেডের নিয়ন্ত্রণ না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে।’

আব্দুল আলীম আরও বলেন, ‘আমাদের জানা মতে আইন অনুযায়ী বিকেল ৫টার পর কোনো বাল্কহেড নদীতে চলাচল বেআইনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত