বরিশালে লড়ি চাপায় গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

বরিশালের বাকেরগঞ্জে লড়ি চাপায় কান্তা মনি নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বাকেরগঞ্জের গোমা ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
পরিবার সূত্র জানায়, গ্রামের বাড়িতে পূজা উদ্‌যাপন করে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন বিধান মন্ডল (৩৫)। পথে ফেরিঘাটে লড়ি চাপায় নিহত হন কান্তা মনি (২৪। 
কান্তা মনির বাড়ি পটুয়াখালীর কালীশুরী ইউনিয়নে। পরিবার নিয়ে ঢাকার মিরপুর দারুসসালাম এলাকায় থাকনে। 

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল হাই বলেন, ‘স্বজনদের সঙ্গে দুর্গোৎসব উদ্‌যাপন করতে গ্রামের বাড়িতে এসেছিলেন বিধান। পরিবার নিয়ে আজ বৃহস্পতিবার ফের ঢাকার উদ্দেশে রওনা হন। খেয়ায় ওঠার জন্য গোমা ফেরির গ্যাংওয়ে দিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় ফেরি থেকে ওপরের দিকে উঠতে আসা একটি লড়ির সঙ্গে ধাক্কা লেগে কান্তা মনি চাকার নিচে পিষ্ট হন। বিধান মন্ডল ও মমতা মন্ডলের পা ভেঙে যায়। পুলিশ কান্তা মনির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত