মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে প্রাণী হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাসহ সাতটি পদ শূন্য থাকায় ন্যূনতম সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন উপজেলার খামার মালিকেরা।
গরু, ছাগল, মুরগি নিয়ে বিপাকে পড়েছেন প্রায় ১ হাজার খামার মালিক। খামার রক্ষায় স্থানীয় হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তাঁরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে জানা গেছে, হাসপাতালে এক প্রাণী সম্পদ কর্মকর্তা ও সার্জন, তিন উপ-সহকারী কর্মকর্তা (মাঠ সম্প্রসারণ), এক উপ-সহকারী কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) এবং এক এআই, এক প্রাণী মাঠ সহকারী (ভিএফএ), এক ডেসআর, এক অফিস সহকারীসহ ১০ জনের জনবল থাকার কথা। মুলাদী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে বর্তমানে শুধু এক ভিএফএ, এক ডেসআর ও এক অফিস সহকারী রয়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সার্জন মো. শাহপরান ২০২৩ সালের অক্টোবর মাসে বদলি হয়ে চলে গেছেন। ফলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ সাতটি পদ শূন্য রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তালিকায় উপজেলায় ৩৬০ গরু, ১৮২ ছাগল, ১৭৮ ব্রয়লার মুরগি, এক লেয়ার মুরগি এবং ১৩২টি সোনালি মুরগি খামার রয়েছে। এ ছাড়া তালিকার বাইরেও দেড় শ থেকে ২০০ ছোট খামার রয়েছে। এসব খামারে প্রতিনিয়ত গরু, ছাগল, মুরগির রোগ দেখা দেয় বলে জানিয়েছেন খামার মালিকেরা। কিন্তু তাঁরা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে ন্যূনতম চিকিৎসা সেবা পাচ্ছেন না।
উপজেলার বাটামারা ইউনিয়নের গরু খামার মালিক মো. মাকসুদুর রহমান বলেন, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে চিকিৎসক না থাকায় কোনো সেবা পাওয়া যায় না। গরু-ছাগল অসুস্থ হলে এলাকার হাতুড়ে চিকিৎসকের কাছে যেতে হচ্ছে। এতে একদিকে ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে না অপরদিকে বাড়তি টাকা খরচ হচ্ছে।
চরডিক্রী গ্রামের মুরগির খামার মালিক মো. সোহেল রানা বলেন, অসুস্থতা দেখা দিলে দ্রুত সব মুরগি আক্রান্ত হয়। প্রাণী হাসপাতাল থেকে ওষুধ কিংবা পরামর্শ পাওয়া যায় না।
এ বিষয়ে বরিশাল জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত দাস বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় প্রাণী চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। অল্প দিনের মধ্যেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য পদে জনবল দেওয়া হবে।
বরিশালের মুলাদীতে প্রাণী হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাসহ সাতটি পদ শূন্য থাকায় ন্যূনতম সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন উপজেলার খামার মালিকেরা।
গরু, ছাগল, মুরগি নিয়ে বিপাকে পড়েছেন প্রায় ১ হাজার খামার মালিক। খামার রক্ষায় স্থানীয় হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তাঁরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে জানা গেছে, হাসপাতালে এক প্রাণী সম্পদ কর্মকর্তা ও সার্জন, তিন উপ-সহকারী কর্মকর্তা (মাঠ সম্প্রসারণ), এক উপ-সহকারী কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) এবং এক এআই, এক প্রাণী মাঠ সহকারী (ভিএফএ), এক ডেসআর, এক অফিস সহকারীসহ ১০ জনের জনবল থাকার কথা। মুলাদী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে বর্তমানে শুধু এক ভিএফএ, এক ডেসআর ও এক অফিস সহকারী রয়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সার্জন মো. শাহপরান ২০২৩ সালের অক্টোবর মাসে বদলি হয়ে চলে গেছেন। ফলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ সাতটি পদ শূন্য রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তালিকায় উপজেলায় ৩৬০ গরু, ১৮২ ছাগল, ১৭৮ ব্রয়লার মুরগি, এক লেয়ার মুরগি এবং ১৩২টি সোনালি মুরগি খামার রয়েছে। এ ছাড়া তালিকার বাইরেও দেড় শ থেকে ২০০ ছোট খামার রয়েছে। এসব খামারে প্রতিনিয়ত গরু, ছাগল, মুরগির রোগ দেখা দেয় বলে জানিয়েছেন খামার মালিকেরা। কিন্তু তাঁরা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে ন্যূনতম চিকিৎসা সেবা পাচ্ছেন না।
উপজেলার বাটামারা ইউনিয়নের গরু খামার মালিক মো. মাকসুদুর রহমান বলেন, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে চিকিৎসক না থাকায় কোনো সেবা পাওয়া যায় না। গরু-ছাগল অসুস্থ হলে এলাকার হাতুড়ে চিকিৎসকের কাছে যেতে হচ্ছে। এতে একদিকে ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে না অপরদিকে বাড়তি টাকা খরচ হচ্ছে।
চরডিক্রী গ্রামের মুরগির খামার মালিক মো. সোহেল রানা বলেন, অসুস্থতা দেখা দিলে দ্রুত সব মুরগি আক্রান্ত হয়। প্রাণী হাসপাতাল থেকে ওষুধ কিংবা পরামর্শ পাওয়া যায় না।
এ বিষয়ে বরিশাল জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত দাস বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় প্রাণী চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। অল্প দিনের মধ্যেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য পদে জনবল দেওয়া হবে।
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
৮ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৬ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩৩ মিনিট আগে