আমতলীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু 

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১৭: ১৪

বরগুনার আমতলীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার কুকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই মাদ্রাসাছাত্রের নাম—মো. আব্দুল্লাহ (১৫)। সে ওই এলাকার জসিম উদ্দিন হাওলাদারের ছেলে। আব্দুল্লাহ এরশাদ উল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহর বাবা জসিম উদ্দিন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বজ্রপাতে আমার ছেলে মারা গেছে।’

পরিবার ও স্থানীয়রা বলছে, গতকাল রাতে বৃষ্টিতে মাছ শিকারে পার্শ্ববর্তী মাঠে যায় আব্দুল্লাহ। এ সময়ে বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায়। খবর পেয়ে স্বজনেরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বজ্রপাতে একজন হাফেজ ছাত্র মারা গেছে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘হাফেজ ছাত্রের পরিবার আবেদন করলে, তাকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত