নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা হলে ছাত্রলীগের একপক্ষের নেতা-কর্মীদের কক্ষে ঢুকে আসবাব ফেলে দিয়েছেন আরেক পক্ষের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
নেতা-কর্মীদের দাবি—ওই কক্ষটিতে অবৈধভাবে অছাত্ররা থাকছেন, এমন খবর পেয়ে তাঁরা এটি ঘটিয়েছেন। ওই কক্ষ থেকে জিআই পাইপ ও একটি বেসবল উদ্ধার করা হয়ে বলেও দাবি তাঁদের।
বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আরাফাত-রিদম গ্রুপের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম ও তাঁর অনুসারীরা থাকতেন। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। আরাফাত মেয়র খোকন সেরনিয়াবাত অনুসারী এবং রক্তিম প্রতিমন্ত্রী জাহিদ ফারুক অনুসারী হিসেবে ক্যাম্পাসে তৎপর রয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক কর্মী আজকের পত্রিকাকে জানান, গতকাল সোমবার রাতে হলে রক্তিম অনুসারী ছাত্রলীগ কর্মী লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ ও বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর মধ্যে মারামারি ঘটনা ঘটে। সেই মারামারি ঘটনার সূত্র ধরেই আজ আরাফাত রিদম ও শান্ত গ্রুপের নেতা–কর্মীরা শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে হামলা চালিয়েছেন।
শেরেবাংলা হলের একাধিক আবাসিক শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, আজ বেলা ৩টার দিকে ছাত্রলীগ নেতা আরাফাত, শান্তসহ আরও ছয়-সাতজন ৪০২১ নম্বর কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাঁরা ভেতরের বিছানাপত্র বাইরে ছুড়ে ফেলে দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আরাফাত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছিনতাইসহ তাঁর নামে একাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার জেলও খেটেছে। অপর দিকে অমিত হাসান রক্তিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। রক্তিমের পড়াশোনা শেষ হলেও তিনি তাঁর অনুসারীদের নিয়ে ওই কক্ষটিতে অবস্থান করতেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম ওই কক্ষে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা (আরাফাত-রিদম গ্রুপ) আমার দুই ছোট ভাই প্রসেনজিৎ ও লিটনকে মারধর করেছে।’
অপর দিকে ছাত্রলীগ কর্মী আরাফাত আজকের পত্রিকাকে জানান, কিছু অছাত্র শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে অবস্থান করছেন বলে জানার পর তাঁরা সেই কক্ষে যান। ওই কক্ষ তল্লাশি করে তাঁরা দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন বলে দাবি করেছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে প্রাধ্যক্ষ ড. আব্দুল বাতেন চৌধুরী জানান, তিনি বিষয়টি জানেন না, হলে গিয়ে খোঁজ নিয়ে জানাবেন।
তবে ছাত্রলীগ কর্মীদের কক্ষ তল্লাশি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ধরনের অভিযোগ থাকলে, সেটি হল প্রশাসনকে অবহিত করতে হবে। কেউ নিজে থেকে এভাবে হলের কক্ষে তল্লাশি করতে পারে না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা হলে ছাত্রলীগের একপক্ষের নেতা-কর্মীদের কক্ষে ঢুকে আসবাব ফেলে দিয়েছেন আরেক পক্ষের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
নেতা-কর্মীদের দাবি—ওই কক্ষটিতে অবৈধভাবে অছাত্ররা থাকছেন, এমন খবর পেয়ে তাঁরা এটি ঘটিয়েছেন। ওই কক্ষ থেকে জিআই পাইপ ও একটি বেসবল উদ্ধার করা হয়ে বলেও দাবি তাঁদের।
বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আরাফাত-রিদম গ্রুপের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম ও তাঁর অনুসারীরা থাকতেন। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। আরাফাত মেয়র খোকন সেরনিয়াবাত অনুসারী এবং রক্তিম প্রতিমন্ত্রী জাহিদ ফারুক অনুসারী হিসেবে ক্যাম্পাসে তৎপর রয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক কর্মী আজকের পত্রিকাকে জানান, গতকাল সোমবার রাতে হলে রক্তিম অনুসারী ছাত্রলীগ কর্মী লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ ও বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর মধ্যে মারামারি ঘটনা ঘটে। সেই মারামারি ঘটনার সূত্র ধরেই আজ আরাফাত রিদম ও শান্ত গ্রুপের নেতা–কর্মীরা শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে হামলা চালিয়েছেন।
শেরেবাংলা হলের একাধিক আবাসিক শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, আজ বেলা ৩টার দিকে ছাত্রলীগ নেতা আরাফাত, শান্তসহ আরও ছয়-সাতজন ৪০২১ নম্বর কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাঁরা ভেতরের বিছানাপত্র বাইরে ছুড়ে ফেলে দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আরাফাত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছিনতাইসহ তাঁর নামে একাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার জেলও খেটেছে। অপর দিকে অমিত হাসান রক্তিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। রক্তিমের পড়াশোনা শেষ হলেও তিনি তাঁর অনুসারীদের নিয়ে ওই কক্ষটিতে অবস্থান করতেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম ওই কক্ষে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা (আরাফাত-রিদম গ্রুপ) আমার দুই ছোট ভাই প্রসেনজিৎ ও লিটনকে মারধর করেছে।’
অপর দিকে ছাত্রলীগ কর্মী আরাফাত আজকের পত্রিকাকে জানান, কিছু অছাত্র শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে অবস্থান করছেন বলে জানার পর তাঁরা সেই কক্ষে যান। ওই কক্ষ তল্লাশি করে তাঁরা দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন বলে দাবি করেছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে প্রাধ্যক্ষ ড. আব্দুল বাতেন চৌধুরী জানান, তিনি বিষয়টি জানেন না, হলে গিয়ে খোঁজ নিয়ে জানাবেন।
তবে ছাত্রলীগ কর্মীদের কক্ষ তল্লাশি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ধরনের অভিযোগ থাকলে, সেটি হল প্রশাসনকে অবহিত করতে হবে। কেউ নিজে থেকে এভাবে হলের কক্ষে তল্লাশি করতে পারে না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২১ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
২৪ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৩৭ মিনিট আগে