Ajker Patrika

সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২০: ২৪
সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এ সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন। আমাদের গণতন্ত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে।’ 

আজ বুধবার দুপুরে বরিশাল নগরের টাউন হলের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘সব কথার শেষ কথা, শেখ হাসিনাকে তাড়াতে হবে। তা না হলে দেশ থাকবে না। দেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়। ব্যাংকে টাকা নাই, এলসি খোলা যাচ্ছে না। ওবায়দুল কাদের হঠাৎ করে মঞ্চ থেকে পড়ে গিয়েছিলেন। কেউ কি ঝাঁকি দিয়েছে নাকি?’ 

১০ দফা দাবি আদায়ের সমাবেশে বিএনপি নেতা গয়েশ্বর আরও বলেন, ‘আদালতের বিচারপতিরা ন্যায়বিচার করতে পারেন না। সকল আদালত চলে ওপরের নির্দেশে। দেশে ভোট চোর একটাই। শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়।’

বরিশালে বিএনপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সামনে চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন নেতা–কর্মীরা।নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মুহাম্মদ শহিদুল্লাহ, আবু নাসের মো. রহমাতুল্লাহ, নগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির প্রমুখ।

এদিকে সমাবেশ চলাকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়লে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে সিনিয়র নেতাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত