মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে সেচ দিয়ে প্রায় ৩৮ একর জমির রবিশস্য ডোবানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দীন হাওলাদারের বিরুদ্ধে উত্তর বালিয়াতলী এলাকার রবিশস্য নষ্টের অভিযোগ ওঠে। ইউপি সদস্যের সেচ প্রকল্পে বোরো ধান চাষ করতে না চাওয়ায় ফসল নষ্ট করেছেন বলে অভিযোগ চাষিদের।
তবে ইউপি সদস্যের দাবি, কৃষকেরা ইরি ধান চাষ না করার বিষয়টি আগে না জানানোয় সেচের কাজ শুরু করা হয়েছে। এতে কিছু কৃষকের সরিষা, গম ও ডাল নষ্ট হলেও কোনো চাষির জমিতে ইচ্ছাকৃত সেচ দেওয়া হয়নি।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী মৌজায় প্রায় ৪০ একর জমিতে দুই ও তিন ফসলি জমি রয়েছে। গত দুই বছর সেচের সাহায্যে ইরি ধান চাষ করে অনেক লোকসান হয়েছে। তাই কৃষকেরা এ বছর ধানের বদলে সরিষা, গম, খেসারি ডাল চাষের সিদ্ধান্ত নেন। সেচের সঙ্গে জড়িতদের জানিয়েই প্রায় ৩৮ একর জমিতে রবিশস্য চাষ করা হয়েছে। এতে সেচ প্রকল্পের নেতা ইউপি সদস্য জসিম ক্ষিপ্ত হন এবং খেতে ইচ্ছেকৃত সেচের পানি দিয়ে ফসল নষ্ট করে দেন।
বালিয়াতলী গ্রামের আব্দুল করিম মাল বলেন, ইরি চাষ অনেক ব্যয়বহুল। ফলন ভালো না হওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই কিছুটা লাভের আশায় এ বছর সম্মিলিতভাবে রবিশস্য চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকের রবিশস্য চাষের পর থেকেই স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দীন হাওলাদার ও তার সহযোগীরা সেচ প্রকল্প শুরু করেন। তাঁরা মাত্র এক একর জমিতে ইরি ধান চাষ করছেন। আর সেচের নামে পানি দিয়ে কৃষকের ফসল নষ্ট করছেন।
তিনি আরেও বলেন, সেচ প্রকল্প বন্ধের জন্য ২০২৩ সালের ৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিল। তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ২০ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত প্রায় ৩৮ একর জমির ফসল সেচের কারণে নষ্ট হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য জসিম উদ্দীন হাওলাদার বলেন, ইরি ধান চাষ না করার বিষয়টি কৃষকেরা আগে অবহিত করেননি। ওই জমিতে ছয় বছর ধরে ইরি চাষ হচ্ছে এবং তিন বছর ধরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিয়ে চাষের কার্যক্রম চলছে। এতে অনেক টাকা খরচ হয়েছে। খরচের টাকা ওঠাতে এ বছরও ইরি ধান চাষের জন্য কৃষকদের অনুরোধ করা হয়েছে। কিছু কৃষক রাজি হওয়ায় সেচ প্রকল্প শুরু হয়েছে। এতে কিছু নিচু জমির রবিশস্য নষ্ট হতে পারে। কিন্তু কারও জমিতে ইচ্ছেকৃত সেচ দিয়ে ফসল নষ্ট করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘উত্তর বালিয়াতলী এলাকার কৃষকদের আবেদনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পেয়ে আমি অপারগতা প্রকাশ করেছি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছিল।’
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান বলেন, কৃষকেরা না চাইলে ইরি ধান চাষে বাধ্য করা যাবে না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের মুলাদীতে সেচ দিয়ে প্রায় ৩৮ একর জমির রবিশস্য ডোবানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দীন হাওলাদারের বিরুদ্ধে উত্তর বালিয়াতলী এলাকার রবিশস্য নষ্টের অভিযোগ ওঠে। ইউপি সদস্যের সেচ প্রকল্পে বোরো ধান চাষ করতে না চাওয়ায় ফসল নষ্ট করেছেন বলে অভিযোগ চাষিদের।
তবে ইউপি সদস্যের দাবি, কৃষকেরা ইরি ধান চাষ না করার বিষয়টি আগে না জানানোয় সেচের কাজ শুরু করা হয়েছে। এতে কিছু কৃষকের সরিষা, গম ও ডাল নষ্ট হলেও কোনো চাষির জমিতে ইচ্ছাকৃত সেচ দেওয়া হয়নি।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী মৌজায় প্রায় ৪০ একর জমিতে দুই ও তিন ফসলি জমি রয়েছে। গত দুই বছর সেচের সাহায্যে ইরি ধান চাষ করে অনেক লোকসান হয়েছে। তাই কৃষকেরা এ বছর ধানের বদলে সরিষা, গম, খেসারি ডাল চাষের সিদ্ধান্ত নেন। সেচের সঙ্গে জড়িতদের জানিয়েই প্রায় ৩৮ একর জমিতে রবিশস্য চাষ করা হয়েছে। এতে সেচ প্রকল্পের নেতা ইউপি সদস্য জসিম ক্ষিপ্ত হন এবং খেতে ইচ্ছেকৃত সেচের পানি দিয়ে ফসল নষ্ট করে দেন।
বালিয়াতলী গ্রামের আব্দুল করিম মাল বলেন, ইরি চাষ অনেক ব্যয়বহুল। ফলন ভালো না হওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই কিছুটা লাভের আশায় এ বছর সম্মিলিতভাবে রবিশস্য চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকের রবিশস্য চাষের পর থেকেই স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দীন হাওলাদার ও তার সহযোগীরা সেচ প্রকল্প শুরু করেন। তাঁরা মাত্র এক একর জমিতে ইরি ধান চাষ করছেন। আর সেচের নামে পানি দিয়ে কৃষকের ফসল নষ্ট করছেন।
তিনি আরেও বলেন, সেচ প্রকল্প বন্ধের জন্য ২০২৩ সালের ৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিল। তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ২০ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত প্রায় ৩৮ একর জমির ফসল সেচের কারণে নষ্ট হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য জসিম উদ্দীন হাওলাদার বলেন, ইরি ধান চাষ না করার বিষয়টি কৃষকেরা আগে অবহিত করেননি। ওই জমিতে ছয় বছর ধরে ইরি চাষ হচ্ছে এবং তিন বছর ধরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিয়ে চাষের কার্যক্রম চলছে। এতে অনেক টাকা খরচ হয়েছে। খরচের টাকা ওঠাতে এ বছরও ইরি ধান চাষের জন্য কৃষকদের অনুরোধ করা হয়েছে। কিছু কৃষক রাজি হওয়ায় সেচ প্রকল্প শুরু হয়েছে। এতে কিছু নিচু জমির রবিশস্য নষ্ট হতে পারে। কিন্তু কারও জমিতে ইচ্ছেকৃত সেচ দিয়ে ফসল নষ্ট করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘উত্তর বালিয়াতলী এলাকার কৃষকদের আবেদনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পেয়ে আমি অপারগতা প্রকাশ করেছি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছিল।’
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান বলেন, কৃষকেরা না চাইলে ইরি ধান চাষে বাধ্য করা যাবে না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে