Ajker Patrika

আ.লীগ নেতাকে পেটালেন শ্রমিক দলের নেতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২৩: ৩২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অভিযোগ তুলে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটনকে মারধর করা হয়েছে। পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন হাওলাদারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

আজ সোমবার বিকেলে পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লিটনের দাবি, তাঁকে মারধর করেই মিল্টন ক্ষান্ত হননি। সেই সঙ্গে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতেও বাধা দিয়েছেন। পরে স্বজনেরা তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, ‘পৌরসভা কার্যালয় থেকে কাজ শেষে বের হলে মিল্টন হাওলাদারের নেতৃত্বে ৮-১০ জন আমাকে তুলে নিয়ে যায়। পরে তারা আমাকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ তুলে পিটিয়ে জখম করেছে।’

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ডাকা হরতালে মিল্টনসহ বেশ কয়েকজনকে মারধর করেছিলেন লিটন। ওই ঘটনার জেরে তাঁকে মারধর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত