ঠাকুরগাঁও প্রতিনিধি
‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’—এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক কামরুল হাসান খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতিকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়।
রাজধানী ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তবে কামরুল হাসান খোকনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।
কামরুল হাসান খোকন ২০২৪ সালের উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণাংশ দত্ত টিটো, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার ও সহসভাপতি রৌশনুল হক তুষার।
কামরুল হাসান খোকন জেলা শহরের সাহাপাড়া মহল্লার বাসিন্দা। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খোকন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। এ ছাড়া তিনি বহু রোগে আক্রান্ত। মানসিকভাবেও তিনি সুস্থ নন।
২০২৪ সালের ১৪ মে রাতে ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনী প্রচার সভায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খোকন ওই মন্তব্য করেছিলেন।
সদর উপজেলার রুহিয়া এলাকায় নির্বাচনী প্রচার সভায় কামরুল ইসলাম খোকন বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটাররা আসে না। হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারা দিন সাংবাদিক-গণমাধ্যমকর্মীরা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে। তারাই দেখছে, সারা দিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে ৩০০। আর বিকাল হলে প্রিজাইডিং কর্মকর্তা তা বাড়িয়ে বানাচ্ছে ৩ হাজার।’
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন কামরুল ইসলাম। এরপর ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমানে ঠাকুরগাঁও শহরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এবার সদর উপজেলার চেয়ারম্যান পদে লড়েছেন।
‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’—এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক কামরুল হাসান খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতিকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়।
রাজধানী ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তবে কামরুল হাসান খোকনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।
কামরুল হাসান খোকন ২০২৪ সালের উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণাংশ দত্ত টিটো, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার ও সহসভাপতি রৌশনুল হক তুষার।
কামরুল হাসান খোকন জেলা শহরের সাহাপাড়া মহল্লার বাসিন্দা। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খোকন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। এ ছাড়া তিনি বহু রোগে আক্রান্ত। মানসিকভাবেও তিনি সুস্থ নন।
২০২৪ সালের ১৪ মে রাতে ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনী প্রচার সভায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খোকন ওই মন্তব্য করেছিলেন।
সদর উপজেলার রুহিয়া এলাকায় নির্বাচনী প্রচার সভায় কামরুল ইসলাম খোকন বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটাররা আসে না। হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারা দিন সাংবাদিক-গণমাধ্যমকর্মীরা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে। তারাই দেখছে, সারা দিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে ৩০০। আর বিকাল হলে প্রিজাইডিং কর্মকর্তা তা বাড়িয়ে বানাচ্ছে ৩ হাজার।’
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন কামরুল ইসলাম। এরপর ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমানে ঠাকুরগাঁও শহরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এবার সদর উপজেলার চেয়ারম্যান পদে লড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ঘুরছে। তাতে দেখা যাচ্ছে কবি রফিক আজাদের ছবি সংবলিত বাড়ি। যেখানে তিনি ২৯ বছর ধরে বাস করেছেন। দারুণ সব কবিতা লিখেছেন। আছে তাঁর দিনযাপনের স্মৃতি। সেই বাড়িটির পাশের একটি অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে।
২ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেকের ৫ বছর এবং ৫ স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন।
৪ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিউটিরত অবস্থায় সাজু প্রধান ওরফে বুলু (৫৬) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।
১৫ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় দেন।
২১ মিনিট আগে