বরিশাল মহানগর আ.লীগের কমিটি ভেঙে দেওয়ার দাবি জানালেন সংগঠনের সহসভাপতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ২০: ১৩

জাতীয় সংসদ নির্বাচনের পর বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুককে সংবর্ধনা দেওয়া হয়েছে। নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। এ সময় প্রতিমন্ত্রী ও মেয়র অতীতের দাঙ্গা হাঙ্গামা বাদ দিয়ে বরিশালের উন্নয়নে ঐক্যের ডাক দেন। তখন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম দলের মহানগর কমিটি ভেঙে দেওয়ার দাবি জানান। কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও মেয়র খোকনের মার্কা ছিল নৌকা। কিন্তু বরিশাল মহানগর আওয়ামী লীগ ছিল ট্রাকের সমর্থক। নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মহানগর আওয়ামী লীগ অনতিবিলম্বে ভেঙে দেওয়া দরকার।’

আজ শনিবার বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছিলেন না।

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, ভোলার গ্যাস বরিশালে সরবরাহের কার্যক্রম আগামী ৬ মাসের মধ্যে শুরু হবে। গ্যাস সরবরাহ হলে বরিশালে শিল্প কলকারখানা গড়ে উঠবে। যুবকদের বেকারত্ব লাঘব হবে। সদর উপজেলার লামছড়িতে প্রস্তাবিত অর্থনৈতিক জোন বাস্তবায়িত হলে সেখানে ১০০ থেকে ২০০ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা জানেন বিগত দিনে বরিশালের উন্নয়ন হয়নি। খোকন সেরনিয়াবাতের দিকে বরিশালের মানুষ তাকিয়ে আছে। আমরা আর পিছিয়ে পড়তে চাই না। ছবি তুলে রাখুন, ২ বছর পরে উন্নয়নের ছোঁয়ায় বরিশাল পাল্টে যাবে। বরিশাল এক স্বপ্নের নগরী হবে।’ তিনি বলেন, ‘আমি আহবান জানাবো নির্বাচন শেষ। আসুন বরিশালের উন্নয়নে এক সঙ্গে কাজ করি। এখানে বিভাজন রাখা যাবে না। কেউ যেন নিজেকে নেতা মনে না করি। আমরা কেউ দক্ষিণাঞ্চলের সিংহ পুরুষ না।’

নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দুপুর থেকেই নগরের ৩০টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেন। বিকেল ৪টার মধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে নেতা কর্মী ও সাধারণ মানুষের লোকারণ্য হয়ে যায়। একপর্যায়ে মেয়র খোকন প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ফুল দিয়ে বরণ করে নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র খোকন বলেন, ‘বরিশালবাসী জাগ্রত হয়েছে। তাই নতুন বরিশাল গড়ার অঙ্গীকার আমাদের। প্রধানমন্ত্রী ৮০০ কোটি টাকা অনুদান দিয়েছেন। আমরা দুইজনে মিলে কাজ করে সুন্দর বাসযোগ্য নগরী গড়ে তুলব।’

তিনি আরও বলেন, ‘নগরে আর দাঙ্গা হাঙ্গামা দেখতে চাই না। খাল খনন শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে রাস্তাঘাটের কাজ শুরু হবে।’ তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আস্থা রাখুন, উন্নত নগরের সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাভোকেট বলরাম পোদ্দার, মেয়র পত্নী লুনা আব্দুল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা কে বি এস আহমদ কবির, নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, রেজাউল হক হারুন, শাজাহান হাওলাদার, লস্কর নুরুল হক, নিজামুল ইসলাম নিজাম প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৪ সালে বরিশালের প্রয়াত মেয়র হিরনের মৃত্যুর পর একছত্র আধিপত্য সৃষ্টি করেছিল সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ। তার পিতা আবুল হাসানাত আব্দুল্লাহকে অনুসারীরা দক্ষিণাঞ্চলের সিংহ পুরুষ হিসেবে অবহিত করতো। বিগত ৫ বছরে সাদিক ও তার অনুসারীদের নানা অপকর্মে তিনি মেয়র পদে দলের মনোনয়ন হারান। জাতীয় নির্বাচনে সদর আসন থেকে মনোনয়ন চেয়েও ছিটকে পড়েন। বর্তমানে মেয়র খোকন এবং প্রতিমন্ত্রীর তৎপরতায় কোণঠাসা সাদিক অনুসারীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত