মুলাদীতে বিদ্যালয় মাঠেই শিক্ষককে মারধর

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৯: ০৮

বরিশালের মুলাদীতে বিদ্যালয় মাঠে শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের সমিতির হাট এলাকায় আল শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। মারধরের শিকার মো. জাকির হোসেন আল শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভা চলছিল। এ সময় বেসরকারি সংস্থা সেইন্ট বাংলাদেশের কর্মকর্তারা তাঁদের তত্ত্বাবধানে শিশুদের শিক্ষাদানের লক্ষ্যে দুজন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য আলোচনা শুরু করেন।

তখন স্কুলশিক্ষক জাকির হোসেন মেধা যাচাইয়ের ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য সেইন্ট বাংলাদেশের কর্মকর্তাদের অনুরোধ করেন। কিন্তু স্থানীয় ফয়জুর রহমান টুলু তাঁর আত্মীয় একজন মেয়েকে নিয়োগ দিতে চাপ প্রয়োগ করেন।

সংস্থার নিয়োগ মেধার ভিত্তিতে হবে নাকি মনোনীত মেয়েটি হবে এনিয়ে ফয়জুর রহমান টুলু এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন মধ্যে তর্ক হয়। তর্কের একপর্যায়ে ফয়জুর রহমান কিল-ঘুষি ও চর-থাপ্পড় মেরে জাকির হোসেনে আহত করেন। তখন ফয়জুর রহমান লোকজনের সামনেই শিক্ষককে জুতাপেটা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয়রা জাকির হোসেনকে উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এই ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে আজ বৃহস্পতিবার বিকেলে ফয়জুর রহমান টুলুর বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘ফয়জুর রহমান টুলু বহিরাগত লোক। সেইন্ট বাংলাদেশের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সহকারী শিক্ষক জাকির হোসেনকে মারধর ও লাঞ্ছিত করেছে। এই বিষয়ে আইনী সহায়তা পেতে জাকির হোসেনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

ফয়জুর রহমান টুলু শিক্ষককে মারধরের কথা অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘সেইন্ট বাংলাদেশের শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে ওই শিক্ষকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়েছে।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মুলাদী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয় মাঠে শিক্ষককে মারধরের বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত