Ajker Patrika

বরগুনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে নিঃস্ব ১২৩ ব্যবসায়ী

শাহাদাৎ হোসেন, তালতলী (বরগুনা) 
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫৪
বরগুনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে নিঃস্ব ১২৩ ব্যবসায়ী

২০ কাঠা ধানী জমি ও গোয়ালের দুটি গরু বিক্রি করে দুই বছর আগে কচুপাত্রা বাজারে একটি দোকান খুলেছিলেন মো. জামাল। সরকারি জমিতে অবৈধ দোকান তোলার অভিযোগে সেই দোকান গুঁড়িয়ে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসন। দোকান হারিয়ে তিনি এখন পথে পথে ঘুরছেন।মো. জামাল শুধু একা নন, তার মতো এমন আরো ১২৩ জন ব্যবসায়ী ও স্থানীয়দের বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। তাদের দোকান গুলো  দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসছেন এই ব্যবসায়ীরা।

গত বুধবার , তালতলী ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. কাওসার হোসেনের নেতৃত্বে  বরগুনার তালতলী উপজেলা কচুপাত্রা বাজারের সংযোগ সড়কের দুই পাশে বাস করা ব্যবসায়ীদের ঘরবাড়ি ও দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহম্মদ।

দোকান হারানো ব্যবসায়ীদের অভিযোগ, একটি কুচক্রী মহল এসব ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য উঠে পড়ে লেগে ছিল। অবশেষে তারা সফল হয়েছে। তাদের এই ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। জমি বিক্রি করে ব্যাংক ও বিভিন্ন সংস্থা থেকে থেকে ঋণ নিয়ে আমরা  ব্যবসা করতেন । এই দোকানের আয় থেকেই তাদের  সংসারের যাবতীয় সব খরচ মিটতো। জীবনের শেষ সম্বল  হারানোয়  এখন তারা নিঃস্ব।

উচ্ছেদ করা হয়েছে বাড়িঘর১২ বছর ধরে এখানে দোকান চালিয়ে আসা মুদি ব্যবসায়ী সুমিত সাজ্জাল জানান, প্রতিবছর ১০ লক্ষ টাকায় এই বাজারের নিলাম হয়। ইজারদারকে প্রতি রবিবার ৫০ টাকা করে খাজনা দিতে হতো।সরকার এখান থেকে রাজস্বও  পায়। অথচ  ছয় মাস সময় সময় না দিয়েই  আমাদের দোকান গুলো ভেঙে ফেলা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কচুপাত্রা বাজারের খালের দুই পাড়ে কয়দিন আগেও সারি সারি দোকান ছিল। কিন্তু এখন আছে শুধু  ধ্বংসাবশেষ।  স্থানীয়দের মাঝে এ নিয়ে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। তাছাড়া দ্রুত পূর্নবাসনের দাবিও জানাচ্ছেন তারা ।  

সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়ে কচুপাত্রা বাজার কমিটির সভাপতি সেলিম মৃধা বলেন, শতবর্ষী এই বাজারের খালের দুই পাড়ের  ১২৩ টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এতে এখানকার ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। দ্রুত ব্যবস্থা করা না হলে তারা না খেয়ে মরবে। 

তবে, কচুপাত্রা খালকে দূষণমুক্ত  করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তালতলীর ইউএনও মো. কাওসার হোসেন। তিনি আজকের পাত্রিকাকে বলেন, কচুপাত্রা বাজারের ১৬৮ শতাংশ ভূ‌মি দখলমুক্ত করেতেই ১২৩ টি বি‌ভিন্ন পাঁকা/কাঁচা অবৈধ স্থাপনা উ‌চ্ছেদ করা হয়।এতে খালের  স্বাভা‌বিক প্রবাহমানতা ফিরে আসবে । দখলদারদের বারবার নোটিশ দিলেও তারা এখান থেকে সরে জায়নি। তাই  অবৈধ স্থাপনাগুলো  ভেঙে ফেলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত