মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে সাব্বির হোসেন নামে এক যুবককে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার চরকালেখান গ্রামের মাঝেরচর শাহাবুদ্দিন সরদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবকের শাশুড়ি নাদিয়া আক্তার মঞ্জু ও স্ত্রী মীম আক্তারকে আটক করেছে পুলিশ।
সাব্বির হোসেন চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোস্তফা খানের ছেলে।
মোস্তফা খান জানান, প্রায় সাত মাস আগে তার ছেলে সাব্বিরকে (২৩) সৌদি আরবে পাঠানোর জন্য নাদিয়া আক্তার মঞ্জু দুই লাখ ২০ হাজার টাকা নেন। এক মাসের মধ্যে ভিসা দেওয়ার কথা ছিল। ভিসার খোঁজ নিতে গিয়ে সাব্বিরের সঙ্গে নাদিয়া আক্তার মঞ্জুর ডিভোর্সি মেয়ে মীম আক্তারের সঙ্গে পরিচয় হয়। বিদেশ যাওয়ার বাকি খরচ দেওয়ার লোভ দেখিয়ে চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে মঞ্জু গোপনে তার মেয়ের সঙ্গে সাব্বিরের বিয়ে দেন।
বিয়ের পর সাব্বির স্ত্রীকে নিয়ে চরকালেখান মাদ্রাসার বাজার এলাকার ভাড়া বাসায় থাকত। আজ শুক্রবার ভাড়া বাসা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সাব্বিরের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের সংবাদ দেয়।
তিনি আরও জানান, সাব্বির ভিসার জন্য শাশুড়ি ও স্ত্রীকে কয়েকবার তাগাদা দিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার ঝগড়া হয়। ওই ঘটনার জেরে শুক্রবার সাব্বিরের শাশুড়ি ও স্ত্রী লোকজন তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ করেন তিনি।
সাব্বিরের স্ত্রী মীম আক্তার জানান, ‘পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার সাব্বিরের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে সাব্বির আমাকে মারধর করে আত্মহত্যা করার হুমকি দিয়ে বাসা থেকে বের হয়। আমি তার পিছু নিয়ে চরকালেখান মাঝেরচর এলাকায় শাহাবুদ্দিন সরদারের বাড়ির কাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে লোকজন এসে পুলিশে সংবাদ দেয়।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাব্বিরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে সাব্বির হোসেন নামে এক যুবককে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার চরকালেখান গ্রামের মাঝেরচর শাহাবুদ্দিন সরদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবকের শাশুড়ি নাদিয়া আক্তার মঞ্জু ও স্ত্রী মীম আক্তারকে আটক করেছে পুলিশ।
সাব্বির হোসেন চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোস্তফা খানের ছেলে।
মোস্তফা খান জানান, প্রায় সাত মাস আগে তার ছেলে সাব্বিরকে (২৩) সৌদি আরবে পাঠানোর জন্য নাদিয়া আক্তার মঞ্জু দুই লাখ ২০ হাজার টাকা নেন। এক মাসের মধ্যে ভিসা দেওয়ার কথা ছিল। ভিসার খোঁজ নিতে গিয়ে সাব্বিরের সঙ্গে নাদিয়া আক্তার মঞ্জুর ডিভোর্সি মেয়ে মীম আক্তারের সঙ্গে পরিচয় হয়। বিদেশ যাওয়ার বাকি খরচ দেওয়ার লোভ দেখিয়ে চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে মঞ্জু গোপনে তার মেয়ের সঙ্গে সাব্বিরের বিয়ে দেন।
বিয়ের পর সাব্বির স্ত্রীকে নিয়ে চরকালেখান মাদ্রাসার বাজার এলাকার ভাড়া বাসায় থাকত। আজ শুক্রবার ভাড়া বাসা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সাব্বিরের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের সংবাদ দেয়।
তিনি আরও জানান, সাব্বির ভিসার জন্য শাশুড়ি ও স্ত্রীকে কয়েকবার তাগাদা দিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার ঝগড়া হয়। ওই ঘটনার জেরে শুক্রবার সাব্বিরের শাশুড়ি ও স্ত্রী লোকজন তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ করেন তিনি।
সাব্বিরের স্ত্রী মীম আক্তার জানান, ‘পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার সাব্বিরের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে সাব্বির আমাকে মারধর করে আত্মহত্যা করার হুমকি দিয়ে বাসা থেকে বের হয়। আমি তার পিছু নিয়ে চরকালেখান মাঝেরচর এলাকায় শাহাবুদ্দিন সরদারের বাড়ির কাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে লোকজন এসে পুলিশে সংবাদ দেয়।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাব্বিরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
১৬ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ
১৬ মিনিট আগে