আমতলী (বরগুনা) প্রতিনিধি
অনাবৃষ্টির কারণে এ বছর বরগুনার আমতলী উপজেলায় মুগডালের ফলন ভালো হয়নি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকলেও বাজারে মুগডালের দাম ভালো থাকায় খুশি কৃষকেরা। মুগডাল বিক্রি করে লাভের আশা করছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমতলীর ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে মুগডাল চাষ হয়েছে। কিন্তু অনাবৃষ্টির কারণে মুগডালের তেমন ভালো ফলন হয়নি।
ফলন ভালো না হওয়ায় লাভ তো দূরের কথা লোকসান কীভাবে কাটানো যায় তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন এলাকার কৃষকেরা। তবে কৃষকদের আশা দেখাচ্ছে মৌসুমের শুরুতে বাজারে মুগডালের ভালো দাম। আজ রোববার আমতলী উপজেলার শাখারিয়া বাজার ও আমতলী বাঁধঘাট এলাকা ঘুরে দেখা যায়, কৃষকদের কাছ থেকে ফরিয়ারা ১ মণ মুগডাল তিন হাজার ৮ শ টাকা এবং সাড়ে ছেচল্লিশ কেজি মুগডাল কিনছেন ৪ হাজার ৫০০ টাকায়।
উপজেলার চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক মোল্লা, আউয়াল সিকদার, মোহাম্মদ হাওলাদার, জিয়া উদ্দিন জুয়েলসহ আরও কয়েক জন কৃষকের সঙ্গে আলাপ হেল জানান, বৃষ্টি না হওয়ায় ফলন তেমন হয়নি। তবে বাজারে দাম ভালো থাকায় তাঁরা মনে করছেন না লোকসান গুনতে হবে না।
চন্দ্র পাতাকাটা গ্রামের দুলাল মোল্লা বলেন, মুগডাল ভালো হয়নি। তবে বাজারে দাম বেশি। তাতে যদি লোকসান কাটায়ে ওঠা যায়।
আমতলী বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, বাজারে মুগডালের দাম অনেক। কৃষকেরা এতে ভালোই লাভবান হবে।
এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা ঈশা ইকবাল বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় মুগডালের ফলন খারাপ। কিন্তু, বাজারে দাম ভালো থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।
অনাবৃষ্টির কারণে এ বছর বরগুনার আমতলী উপজেলায় মুগডালের ফলন ভালো হয়নি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকলেও বাজারে মুগডালের দাম ভালো থাকায় খুশি কৃষকেরা। মুগডাল বিক্রি করে লাভের আশা করছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমতলীর ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে মুগডাল চাষ হয়েছে। কিন্তু অনাবৃষ্টির কারণে মুগডালের তেমন ভালো ফলন হয়নি।
ফলন ভালো না হওয়ায় লাভ তো দূরের কথা লোকসান কীভাবে কাটানো যায় তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন এলাকার কৃষকেরা। তবে কৃষকদের আশা দেখাচ্ছে মৌসুমের শুরুতে বাজারে মুগডালের ভালো দাম। আজ রোববার আমতলী উপজেলার শাখারিয়া বাজার ও আমতলী বাঁধঘাট এলাকা ঘুরে দেখা যায়, কৃষকদের কাছ থেকে ফরিয়ারা ১ মণ মুগডাল তিন হাজার ৮ শ টাকা এবং সাড়ে ছেচল্লিশ কেজি মুগডাল কিনছেন ৪ হাজার ৫০০ টাকায়।
উপজেলার চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক মোল্লা, আউয়াল সিকদার, মোহাম্মদ হাওলাদার, জিয়া উদ্দিন জুয়েলসহ আরও কয়েক জন কৃষকের সঙ্গে আলাপ হেল জানান, বৃষ্টি না হওয়ায় ফলন তেমন হয়নি। তবে বাজারে দাম ভালো থাকায় তাঁরা মনে করছেন না লোকসান গুনতে হবে না।
চন্দ্র পাতাকাটা গ্রামের দুলাল মোল্লা বলেন, মুগডাল ভালো হয়নি। তবে বাজারে দাম বেশি। তাতে যদি লোকসান কাটায়ে ওঠা যায়।
আমতলী বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, বাজারে মুগডালের দাম অনেক। কৃষকেরা এতে ভালোই লাভবান হবে।
এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা ঈশা ইকবাল বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় মুগডালের ফলন খারাপ। কিন্তু, বাজারে দাম ভালো থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আন।
১ ঘণ্টা আগেরাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে এক দশক ধরে অকেজো পড়ে আছে প্রায় ১১ কোটি টাকার ল্যাসিক মেশিন। এতে চোখের চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে পুরোপুরি নষ্ট হওয়া থেকে মেশিনটি বাঁচাতে দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র পরিচালনায় হাসপাতাল কর্
৩ ঘণ্টা আগেদেশে ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো মাত্রার কিডনি রোগে আক্রান্ত। দীর্ঘমেয়াদি এই রোগের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। ফলে আক্রান্ত ব্যক্তি, পরিবার এবং
৩ ঘণ্টা আগেসড়কের পাশে একটি কাচের শোকেসে নানা রকম মুখরোচক খাবার। পাশেই বড় চুলায় বসানো কড়াইয়ে গরম তেলে ভাজা বা ভুনা হচ্ছে নানা পদ। সুবাস ছড়িয়ে পড়ছে চারদিকে। সামনে কেনার জন্য ভিড় নানা বয়সী রোজাদারের।
৫ ঘণ্টা আগে