বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরের আমানতগঞ্জে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের একটিই খেলার মাঠ। সেটিতে বিশাল প্যান্ডেল টানিয়ে করা হয়েছে বিয়ের আয়োজন। বিদ্যালয়ের মূল ফটকটিও কাপড় ও ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঠের একাংশে করা হয়েছে রান্নাবান্নার ব্যবস্থা।
নগরের ৪নং ওয়ার্ডের উত্তর আমানতগঞ্জ মোফাজ্জল হোসেন খান সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখের মাঠে এভাবেই আজ বৃহস্পতিবার দিনভর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলে।
আজ বেলা ১২টার দিকে স্কুলমাঠে গিয়ে দেখা যায়, মাধ্যমিক বিদ্যালয়টি বন্ধ। আশপাশে কয়েকজন শিক্ষার্থী ঘোরাফেরা করছে। আর গণমাধ্যমকর্মীর উপস্থিতি টের পেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পাঠদানে ব্যস্ত হয়ে পড়েছেন। মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, সকালে স্কুলে এলে শিক্ষকেরা বাসায় ফিরে যেতে বলেন। ক্লাস না হওয়ার কোনো কারণ তারা জানে না।
আয়োজনের জন্য আজ মাধ্যমিকের শিক্ষার্থীদের ছুটি দেওয়ার ঘটনাটি জানাজানি হলে টনক নড়ে প্রাথমিক বিদ্যালয়টির কর্তৃপক্ষের। তড়িঘড়ি করে কোনো রকম পাঠদান অব্যাহত রাখেন তাঁরা।
বিদ্যালয় দুটির সূত্রে জানা গেছে, স্থানীয় ইয়ার হোসেন সিকদারের মেয়ের সঙ্গে পশ্চিম চর হোগলা গ্রামের আবুল হোসেনের ছেলের বিয়ের আয়োজন এটি। ইয়ার হোসেন সিকদার বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমতি নিয়েই তিনি স্কুল মাঠে বিয়ের আয়োজন করেছেন।
এ প্রসঙ্গে জানতে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদকে কল করা হলে তিনি সভাপতির সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এরপর আর কল ধরেননি প্রধান শিক্ষক হারুন অর রশিদ।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক মনে করেন, এটি অনুচিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশে বিয়ের আয়োজনের জন্য রুটিন পরিবর্তন করে মর্নিং শিফট করা হয়েছিল। প্রধান শিক্ষকও তেমন আপত্তি তোলেননি।
অপরদিকে মোফাজ্জেল হোসেন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা রানী বণিক বলেন, তাঁরা স্কুল মাঠে বিয়ের অনুষ্ঠান করতে অনুমতি দেননি। তাঁদের পাঠদান চলেছে। তিনি স্বীকার করেন, এই অবস্থায় শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হয়েছে। মনোযোগ তেমন ছিল না। তবে কমিটির সভাপতির চাপে এটি করতে হয়েছে।
জানতে চাইলে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান খান রনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার হাফ ডে ছিল। যে কারণে মর্নিং ক্লাস নেওয়া হয়েছে।’
বিদ্যালয়ের মাঠে বিয়ের আয়োজনের বিষয়ে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, ‘গরিব মানুষের মেয়ের বিয়ের অনুষ্ঠান, তাই বিশাল মাঠের একাংশে দুপুরে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। পাত্রীও এ বিদ্যালয়ের এক সময়ের ছাত্রী।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলদার নাহার বলেন, তিনি বিষয়টি শুনে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন। মাঠে বিয়ের আয়োজন করতে তাঁদের অনুমতি নেওয়া হয়নি।
এ ব্যাপারে বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গির হোসেন বলেন, বিদ্যালয়ের পাঠদান ব্যাহত করে স্কুলমাঠে বিয়ের আয়োজন করা ঠিক হয়নি। তিনি এ কারণে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
বরিশাল নগরের আমানতগঞ্জে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের একটিই খেলার মাঠ। সেটিতে বিশাল প্যান্ডেল টানিয়ে করা হয়েছে বিয়ের আয়োজন। বিদ্যালয়ের মূল ফটকটিও কাপড় ও ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঠের একাংশে করা হয়েছে রান্নাবান্নার ব্যবস্থা।
নগরের ৪নং ওয়ার্ডের উত্তর আমানতগঞ্জ মোফাজ্জল হোসেন খান সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখের মাঠে এভাবেই আজ বৃহস্পতিবার দিনভর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলে।
আজ বেলা ১২টার দিকে স্কুলমাঠে গিয়ে দেখা যায়, মাধ্যমিক বিদ্যালয়টি বন্ধ। আশপাশে কয়েকজন শিক্ষার্থী ঘোরাফেরা করছে। আর গণমাধ্যমকর্মীর উপস্থিতি টের পেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পাঠদানে ব্যস্ত হয়ে পড়েছেন। মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, সকালে স্কুলে এলে শিক্ষকেরা বাসায় ফিরে যেতে বলেন। ক্লাস না হওয়ার কোনো কারণ তারা জানে না।
আয়োজনের জন্য আজ মাধ্যমিকের শিক্ষার্থীদের ছুটি দেওয়ার ঘটনাটি জানাজানি হলে টনক নড়ে প্রাথমিক বিদ্যালয়টির কর্তৃপক্ষের। তড়িঘড়ি করে কোনো রকম পাঠদান অব্যাহত রাখেন তাঁরা।
বিদ্যালয় দুটির সূত্রে জানা গেছে, স্থানীয় ইয়ার হোসেন সিকদারের মেয়ের সঙ্গে পশ্চিম চর হোগলা গ্রামের আবুল হোসেনের ছেলের বিয়ের আয়োজন এটি। ইয়ার হোসেন সিকদার বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমতি নিয়েই তিনি স্কুল মাঠে বিয়ের আয়োজন করেছেন।
এ প্রসঙ্গে জানতে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদকে কল করা হলে তিনি সভাপতির সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এরপর আর কল ধরেননি প্রধান শিক্ষক হারুন অর রশিদ।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক মনে করেন, এটি অনুচিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশে বিয়ের আয়োজনের জন্য রুটিন পরিবর্তন করে মর্নিং শিফট করা হয়েছিল। প্রধান শিক্ষকও তেমন আপত্তি তোলেননি।
অপরদিকে মোফাজ্জেল হোসেন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা রানী বণিক বলেন, তাঁরা স্কুল মাঠে বিয়ের অনুষ্ঠান করতে অনুমতি দেননি। তাঁদের পাঠদান চলেছে। তিনি স্বীকার করেন, এই অবস্থায় শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হয়েছে। মনোযোগ তেমন ছিল না। তবে কমিটির সভাপতির চাপে এটি করতে হয়েছে।
জানতে চাইলে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান খান রনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার হাফ ডে ছিল। যে কারণে মর্নিং ক্লাস নেওয়া হয়েছে।’
বিদ্যালয়ের মাঠে বিয়ের আয়োজনের বিষয়ে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, ‘গরিব মানুষের মেয়ের বিয়ের অনুষ্ঠান, তাই বিশাল মাঠের একাংশে দুপুরে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। পাত্রীও এ বিদ্যালয়ের এক সময়ের ছাত্রী।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলদার নাহার বলেন, তিনি বিষয়টি শুনে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন। মাঠে বিয়ের আয়োজন করতে তাঁদের অনুমতি নেওয়া হয়নি।
এ ব্যাপারে বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গির হোসেন বলেন, বিদ্যালয়ের পাঠদান ব্যাহত করে স্কুলমাঠে বিয়ের আয়োজন করা ঠিক হয়নি। তিনি এ কারণে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৪ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে