মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে বিদ্যালয়ের কক্ষ থেকে আলমারির তালা ভেঙে এসএসসির ফরম পূরণের ২ লাখ ১০ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ বুধবার বিকেলে মুলাদী থানায় অভিযোগ দিতে যান। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলায় তিনি রাজি হননি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের পর ২ লাখ ১০ হাজার টাকা আলমারিতে রাখা হয়। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা এবং আলমারির তালা ভেঙে টাকা নিয়ে যায়। আজ সকালে বিদ্যালয় গিয়ে চুরির বিষয়টি জানতে পারি। ওই সময় নৈশপ্রহরী মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিদ্যালয় ছিলেন না বলে জানান। ছুটি ছাড়াই নৈশপ্রহরীর অনুপস্থিতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বিদ্যালয়ের সভাপতি মো. আল আমিন সবুজ বলেন, ‘বিদ্যালয়ের চুরি বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানাননি। বিষয়টি স্থানীয়রা মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন। তবে দুই লক্ষাধিক টাকা ব্যাংকে না রেখে প্রধান শিক্ষক কেন বিদ্যালয়ের অফিস কক্ষে রেখেছিলেন বিষয়টি বোধগম্য নয়।’
এ বিষয়ে মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকা চুরির বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হলেও এখনো দেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে বিদ্যালয়ের কক্ষ থেকে আলমারির তালা ভেঙে এসএসসির ফরম পূরণের ২ লাখ ১০ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ বুধবার বিকেলে মুলাদী থানায় অভিযোগ দিতে যান। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলায় তিনি রাজি হননি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের পর ২ লাখ ১০ হাজার টাকা আলমারিতে রাখা হয়। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা এবং আলমারির তালা ভেঙে টাকা নিয়ে যায়। আজ সকালে বিদ্যালয় গিয়ে চুরির বিষয়টি জানতে পারি। ওই সময় নৈশপ্রহরী মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিদ্যালয় ছিলেন না বলে জানান। ছুটি ছাড়াই নৈশপ্রহরীর অনুপস্থিতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বিদ্যালয়ের সভাপতি মো. আল আমিন সবুজ বলেন, ‘বিদ্যালয়ের চুরি বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানাননি। বিষয়টি স্থানীয়রা মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন। তবে দুই লক্ষাধিক টাকা ব্যাংকে না রেখে প্রধান শিক্ষক কেন বিদ্যালয়ের অফিস কক্ষে রেখেছিলেন বিষয়টি বোধগম্য নয়।’
এ বিষয়ে মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকা চুরির বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হলেও এখনো দেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রাণিকল্যাণ আইন ২০১৯ মোতাবেক বিষ প্রয়োগে কোনো প্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া স্বেচ্ছাসেবীরা আগেই এখানকার সব পথকুকুর ও বিড়ালকে বন্ধ্যা করেছিল এবং প্রয়োজনীয় টিকা দিয়েছিলেন।
১২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসন তদন্তে নেমেছে। রোববার দুপুর পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
২০ মিনিট আগেস্বপ্ন ছিল আদরের সন্তান একদিন নামকরা প্রকৌশলী হবে। সে আশায় সন্তানকে ভর্তি করান ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। পড়াশোনা শিখে নিজের ও পরিবারের জন্য আলোকিত ভবিষ্যৎ বয়ে আনবেন এই ছিল স্বপ্ন। কিন্তু মর্মান্তিক এক দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ হয়ে গেল ইসলামিক ইউনিভার্সিটি অফ টে
৩১ মিনিট আগেনড়াইলে চার মামলার পরোয়ানাভুক্ত ও এক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল শেখকে (৫০) পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে