প্রতিনিধি, মুলাদী (বরিশাল)
মুলাদীতে যৌতুক মামলা তুলে নিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাবুগঞ্জ উপজেলার ফরিদ উদ্দীন মল্লিকের ছেলে সাইফুল ইসলাম সোহাগ তার স্ত্রী নার্গিস বেগমকে মারধর করেন। গত শুক্রবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।
নার্গিস বেগম মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বড়ইয়া কাজিরচর গ্রামের মৃত তোফায়েল হাওলাদারের মেয়ে। গত মার্চ মাসে সোহাগের সঙ্গে তাঁর বিয়ে হয়।
নার্গিস বেগম জানান, বিয়ের পর থেকে সোহাগ বিভিন্ন সময় সোয়া লাখ টাকা, স্বর্ণালংকারসহ ২ লাখ টাকা যৌতুক নেন। গত জুলাই মাসে সোহাগ ইয়াবা ব্যবসার জন্য তাঁর কাছে আবারও ২ লাখ টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকার করলে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ওই ঘটনায় নার্গিস বেগম বাদী হয়ে ১৫ জুলাই বরিশাল নারী নির্যাতন দমন আদালতে মামলা করেন। পরবর্তীতে নার্গিস বেগম ঢাকার আশুয়ালিয়া জামগরা এলাকায় ভার্চুয়াল পোশাক কারখানায় কাজ শুরু করেন।
সাইফুল ইসলাম সোহাগ ঢাকায় গিয়ে তাঁর স্ত্রীকে মামলা তুলে নিতে চাপ দেন। কিন্তু স্ত্রী মামলা তুলে নিতে অস্বীকার করেন। গত শুক্রবার বেলা ১টার দিকে সোহাগ সুকৌশলে স্ত্রীকে আশুলিয়ার জলপই বাগান এলাকায় তাঁর বোনের বাসায় নিয়ে যান। সেখানে সোহাগ ও তাঁর সহযোগীরা তাঁকে আটকে রেখে মারধর করে হত্যাচেষ্টা করেন। ওই সময় তাঁর কাছ থেকে সাদা স্টাম্পে স্বাক্ষর নেন তাঁরা।
স্থানীয়দের সহায়তায় নার্গিস বেগম সেখানে থেকে ছাড়া পেয়ে রাতেই লঞ্চে বাড়ি চলে আসেন। এই ঘটনায় তিনি বরিশাল আদালতে আরও একটি মামলা করবেন বলে জানান।
এ ব্যাপারে সাইফুল ইসলাম সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
মুলাদীতে যৌতুক মামলা তুলে নিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাবুগঞ্জ উপজেলার ফরিদ উদ্দীন মল্লিকের ছেলে সাইফুল ইসলাম সোহাগ তার স্ত্রী নার্গিস বেগমকে মারধর করেন। গত শুক্রবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।
নার্গিস বেগম মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বড়ইয়া কাজিরচর গ্রামের মৃত তোফায়েল হাওলাদারের মেয়ে। গত মার্চ মাসে সোহাগের সঙ্গে তাঁর বিয়ে হয়।
নার্গিস বেগম জানান, বিয়ের পর থেকে সোহাগ বিভিন্ন সময় সোয়া লাখ টাকা, স্বর্ণালংকারসহ ২ লাখ টাকা যৌতুক নেন। গত জুলাই মাসে সোহাগ ইয়াবা ব্যবসার জন্য তাঁর কাছে আবারও ২ লাখ টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকার করলে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ওই ঘটনায় নার্গিস বেগম বাদী হয়ে ১৫ জুলাই বরিশাল নারী নির্যাতন দমন আদালতে মামলা করেন। পরবর্তীতে নার্গিস বেগম ঢাকার আশুয়ালিয়া জামগরা এলাকায় ভার্চুয়াল পোশাক কারখানায় কাজ শুরু করেন।
সাইফুল ইসলাম সোহাগ ঢাকায় গিয়ে তাঁর স্ত্রীকে মামলা তুলে নিতে চাপ দেন। কিন্তু স্ত্রী মামলা তুলে নিতে অস্বীকার করেন। গত শুক্রবার বেলা ১টার দিকে সোহাগ সুকৌশলে স্ত্রীকে আশুলিয়ার জলপই বাগান এলাকায় তাঁর বোনের বাসায় নিয়ে যান। সেখানে সোহাগ ও তাঁর সহযোগীরা তাঁকে আটকে রেখে মারধর করে হত্যাচেষ্টা করেন। ওই সময় তাঁর কাছ থেকে সাদা স্টাম্পে স্বাক্ষর নেন তাঁরা।
স্থানীয়দের সহায়তায় নার্গিস বেগম সেখানে থেকে ছাড়া পেয়ে রাতেই লঞ্চে বাড়ি চলে আসেন। এই ঘটনায় তিনি বরিশাল আদালতে আরও একটি মামলা করবেন বলে জানান।
এ ব্যাপারে সাইফুল ইসলাম সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৮ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে