নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ রোববার সকালে তাঁর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু হলে দুপুর ১২টার দিকে তিনি পদত্যাগ করেন।
ডা. সাইফুল ইসলাম নিজেই আজকের পত্রিকাকে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি এই বরিশালেরই সন্তান। এ জন্য শেবাচিমের প্রতি তাঁর আবেগ আছে। কিন্তু পরিচালকের দায়িত্ব থেকে সরে এসেছেন। ওই পদে আর থাকছেন না।
পদত্যাগপত্রে সাইফুল ইসলাম লিখেছেন, ‘হাসপাতাল পরিচালনা করতে অপরাগ বিধায় আমি স্বেচ্ছায়–স্বজ্ঞানে অত্র হাসপাতালের পরিচালনার দায়িত্ব থেকে বিরত আছি।’ দায়িত্ব হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে পদত্যাগপত্রে।
আন্দোলনকারীদের প্রধান অভিযোগ ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডা. সাইফুল ইসলাম আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৩ আগস্ট শান্তি সমাবেশ করেছিলেন।
শেবাচিম হাসপাতাল দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। ডা. সাইফুল ইসলাম ২০২১ সালের ১৩ এপ্রিল শেবাচিমের পরিচালক পদে যোগ দেন। এর আগে তিনি শেবাচিমের ক্যাম্পাসের ভেতরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ছিলেন।
ডা. সাইফুলের বাড়ি গৌরনদী উপজেলায়। সেখানকার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রভাবশালী নেতা আবুল হাসানাত আবদুল্লাহ শেবাচিম স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন। গুঞ্জন রয়েছে, হাসানাতের লোক হিসেবে ডা. সাইফুল শেবাচিমে পদায়ন হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে প্রথমে শিক্ষানবিশ চিকিৎসকেরা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে কলেজের শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন সাইফুল ইসলাম। পরে সহকর্মী চিকিৎসকেরা তাঁকে নিরাপদে ক্যাম্পাস ছাড়তে সহযোগিতা করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, পরিচালক হাসপাতালে নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসক লাঞ্ছিত হলে পরিচালক কার্যকর পদক্ষেপ নিতে পারেননি।
উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর আওয়ামী লীগপন্থী চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের ছয় চিকিৎসককে শেবাচিম ও হাসপাতালে আজীবন নিষিদ্ধ করে আন্দোলনকারীরা। তাঁদের চাপের মুখে পরিচালক ডা. সাইফুল ছয় শিক্ষানবিশ চিকিৎসকের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করেছিলেন।
আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ রোববার সকালে তাঁর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু হলে দুপুর ১২টার দিকে তিনি পদত্যাগ করেন।
ডা. সাইফুল ইসলাম নিজেই আজকের পত্রিকাকে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি এই বরিশালেরই সন্তান। এ জন্য শেবাচিমের প্রতি তাঁর আবেগ আছে। কিন্তু পরিচালকের দায়িত্ব থেকে সরে এসেছেন। ওই পদে আর থাকছেন না।
পদত্যাগপত্রে সাইফুল ইসলাম লিখেছেন, ‘হাসপাতাল পরিচালনা করতে অপরাগ বিধায় আমি স্বেচ্ছায়–স্বজ্ঞানে অত্র হাসপাতালের পরিচালনার দায়িত্ব থেকে বিরত আছি।’ দায়িত্ব হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে পদত্যাগপত্রে।
আন্দোলনকারীদের প্রধান অভিযোগ ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডা. সাইফুল ইসলাম আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৩ আগস্ট শান্তি সমাবেশ করেছিলেন।
শেবাচিম হাসপাতাল দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। ডা. সাইফুল ইসলাম ২০২১ সালের ১৩ এপ্রিল শেবাচিমের পরিচালক পদে যোগ দেন। এর আগে তিনি শেবাচিমের ক্যাম্পাসের ভেতরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ছিলেন।
ডা. সাইফুলের বাড়ি গৌরনদী উপজেলায়। সেখানকার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রভাবশালী নেতা আবুল হাসানাত আবদুল্লাহ শেবাচিম স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন। গুঞ্জন রয়েছে, হাসানাতের লোক হিসেবে ডা. সাইফুল শেবাচিমে পদায়ন হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে প্রথমে শিক্ষানবিশ চিকিৎসকেরা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে কলেজের শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন সাইফুল ইসলাম। পরে সহকর্মী চিকিৎসকেরা তাঁকে নিরাপদে ক্যাম্পাস ছাড়তে সহযোগিতা করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, পরিচালক হাসপাতালে নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসক লাঞ্ছিত হলে পরিচালক কার্যকর পদক্ষেপ নিতে পারেননি।
উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর আওয়ামী লীগপন্থী চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের ছয় চিকিৎসককে শেবাচিম ও হাসপাতালে আজীবন নিষিদ্ধ করে আন্দোলনকারীরা। তাঁদের চাপের মুখে পরিচালক ডা. সাইফুল ছয় শিক্ষানবিশ চিকিৎসকের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করেছিলেন।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৫ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১৬ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৩৬ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৪০ মিনিট আগে