পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ১১ জন মেডিকেল অফিসার। এর মধ্যে চারজন ডেপুটেশনে আর একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ফলে ছয়জন চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামাল দিতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ১৫০-২০০ জন নতুন রোগী আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসেন। এ ছাড়া জরুরি বিভাগে অর্ধশত রোগী জরুরি সেবা নেন। এর মধ্যে ২৫-৩০ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন রোগ নির্ণয়ের ব্যবস্থা। নেই কোন বিশেষজ্ঞ চিকিৎসক। তাই সাধারণ কোনো অসুস্থতা নিয়ে আসলেও বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের কারণে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল হাসান বলেন, ‘করোনা মহামারির কারণে দেশে চিকিৎসক সংকট রয়েছে। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক ঢাকা আইইডিসিআরে ডেপুটেশনে নেওয়া হয়েছে। তারা পাথরঘাটায় সংযুক্ত থাকলেও দায়িত্ব পালন করেন ঢাকা আইইডিসিআরে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রারে সংযুক্ত থাকলেও কর্মস্থলে চিকিৎসক নেই।
সাইফুল ইসলাম বলেন, ডেপুটেশনে থাকা চারজন চিকিৎসকের সংযুক্তি বাতিল চেয়ে সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে। এ ছাড়া একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে থাকায় এ স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এতে স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ‘এ বিষয়ে প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। চিকিৎসক সংকট থাকার কারণে চিকিৎসার ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে অতি শিগগিরই একটি সুরাহা করা হবে।’
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ১১ জন মেডিকেল অফিসার। এর মধ্যে চারজন ডেপুটেশনে আর একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ফলে ছয়জন চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামাল দিতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ১৫০-২০০ জন নতুন রোগী আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসেন। এ ছাড়া জরুরি বিভাগে অর্ধশত রোগী জরুরি সেবা নেন। এর মধ্যে ২৫-৩০ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন রোগ নির্ণয়ের ব্যবস্থা। নেই কোন বিশেষজ্ঞ চিকিৎসক। তাই সাধারণ কোনো অসুস্থতা নিয়ে আসলেও বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের কারণে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল হাসান বলেন, ‘করোনা মহামারির কারণে দেশে চিকিৎসক সংকট রয়েছে। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক ঢাকা আইইডিসিআরে ডেপুটেশনে নেওয়া হয়েছে। তারা পাথরঘাটায় সংযুক্ত থাকলেও দায়িত্ব পালন করেন ঢাকা আইইডিসিআরে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রারে সংযুক্ত থাকলেও কর্মস্থলে চিকিৎসক নেই।
সাইফুল ইসলাম বলেন, ডেপুটেশনে থাকা চারজন চিকিৎসকের সংযুক্তি বাতিল চেয়ে সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে। এ ছাড়া একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে থাকায় এ স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এতে স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ‘এ বিষয়ে প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। চিকিৎসক সংকট থাকার কারণে চিকিৎসার ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে অতি শিগগিরই একটি সুরাহা করা হবে।’
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
১৯ মিনিট আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
৩২ মিনিট আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
১ ঘণ্টা আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
১ ঘণ্টা আগে