পিরোজপুরে শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতির যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১১: ০৬
Thumbnail image

পিরোজপুরের ভান্ডারিয়ায় চার বছরের শ্যালক শিশু হাসিব হাওলাদারকে হত্যার দায়ে ভগ্নিপতি মো. মারুফ খানকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামি মো. মারুফ খানের উপস্থিতিতে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. মারুফ খান ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালে আসামি মো. মারুফ খানের সঙ্গে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মো. হাবিবুর রহমানের মেয়ে রিমা বেগমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ২০১৯ সালের ১০ ডিসেম্বর আসামি মারুফ খান তাঁর স্ত্রী রিমা বেগমের ছোট ভাই ৪ বছরের শিশু হাসিব হাওলাদারকে তাদের বাড়ির উঠানে খেলাধুলা করার সময় খাবার খাওয়ানোর কথা বলে সেখান থেকে নিয়ে যায়। 

কিছুক্ষণ পর মারুফ খান একা ওই বাড়িতে ফিরে এলে পরিবারের লোকজনের জিজ্ঞেসাবাদে মারুফ খান শিশুটিকে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। এ ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ আসামি মারুফ খানকে হেফাজতে নেয়। এরপর জিজ্ঞাসাবাদে মারুফ খান শিশু হাসিবকে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে। পরে মারুফের দেওয়া তথ্যমতে, পুলিশ বসতবাড়ির পাশের বাগানের নর্দমার মধ্য থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

 এ ঘটনার এক দিন পর ২০১৯ সালের ১২ ডিসেম্বর নিহত হাসিবের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক হোসেন বলেন, আদালত আসামি মো. মারুফ খানকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত