Ajker Patrika

মুলাদীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৪ জন কারাগারে 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৭: ১২
মুলাদীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৪ জন কারাগারে 

বরিশালের মুলাদীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলার চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে মুলাদী থানা পুলিশ তাঁদের বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ছাড়া ভুক্তভোগী তরুণীকে পরীক্ষা শেষে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরপদ্মা এলাকায় একটি মাছের ঘেরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। ওই ঘটনায় তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই সফিপুর ফাঁড়ি পুলিশ তাঁর প্রেমিক ফজলে রাব্বী, মাছের ঘের কর্মচারী বাতেন গোমস্তা, রুহুল আমিন ব্যাপারী ও নাবিল খানকে আটক করেন। গতকাল শুক্রবার বিকেলে তরুণীর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করলে পুলিশ আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় অভিযুক্ত রবিন ব্যাপারী এখন পর্যন্ত পলাতক রয়েছেন বলে জানায় থানা-পুলিশ। 

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত