আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির ১৬ জন নেতাকর্মীর নামে চাঁদাবাজির মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে ইউনিয়নের যুবদলের সাবেক সহসভাপতি আতা সরদার বাদী হয়ে এই মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের যুবদলের সাবেক সহসভাপতি আতা সরদার গত ১৮ সেপ্টেম্বর তাঁর নিজ ছয়গ্রাম এলাকায় একটি রাস্তার কাজ করতে যান। এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ওই ঘটনা নিয়ে পরদিন বিকেলে স্থানীয় বিএনপি নেতারা রত্নপুর ইউনিয়ন পরিষদের পরিষদের বৈঠকখানায় সালিসে বসেন।
তখন রাস্তার কাজের জন্য চাঁদার বিষয়ে আলোচনা হলে ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল ক্ষিপ্ত হয়ে আতা সরদারকে মারধর করেন। পরে দ্বিতীয় দফায় ইসমাইলের নেতৃত্বে ১৫-২০ জন আবারও আতার ওপর হামলা করেন। এ সময় আতার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে আতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আতা সরদার বাদী হয়ে গতকাল রোববার রাতে আগৈলঝাড়া থানায় চাঁদাবাজির মামলা করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—আগৈলঝাড়া থানায় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামসুল হক খোকন, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু সালে জুয়েল, রত্নপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদার।
মামলার বাদী আতা সরদার বলেন, ‘বিএনপি পদবি ব্যবহার করে তাঁরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করাসহ অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় মিস্ত্রিপাড়া পানের হাট থেকে চাঁদা তোলা ও সরকারি জায়গা দখল করে দোকানপাট করে ভাড়া বাবদ চাঁদা ওঠায়। তাঁর অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে কেউ সাহস পায় না। আমি একটি রাস্তার কাজ করতে গেলে ইসমাইল আমার কাছে চাঁদা দাবি করে। তার চাঁদার দাবিকৃত টাকা না দেওয়ায় আমাকে তারা মারধর করে।’
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল জানান, একটি রাস্তার কাজ নিয়ে আতা সরদারের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। তাঁর কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, একটি রাস্তার কাজ নিয়ে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন আতা সরদার।
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির ১৬ জন নেতাকর্মীর নামে চাঁদাবাজির মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে ইউনিয়নের যুবদলের সাবেক সহসভাপতি আতা সরদার বাদী হয়ে এই মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের যুবদলের সাবেক সহসভাপতি আতা সরদার গত ১৮ সেপ্টেম্বর তাঁর নিজ ছয়গ্রাম এলাকায় একটি রাস্তার কাজ করতে যান। এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ওই ঘটনা নিয়ে পরদিন বিকেলে স্থানীয় বিএনপি নেতারা রত্নপুর ইউনিয়ন পরিষদের পরিষদের বৈঠকখানায় সালিসে বসেন।
তখন রাস্তার কাজের জন্য চাঁদার বিষয়ে আলোচনা হলে ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল ক্ষিপ্ত হয়ে আতা সরদারকে মারধর করেন। পরে দ্বিতীয় দফায় ইসমাইলের নেতৃত্বে ১৫-২০ জন আবারও আতার ওপর হামলা করেন। এ সময় আতার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে আতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আতা সরদার বাদী হয়ে গতকাল রোববার রাতে আগৈলঝাড়া থানায় চাঁদাবাজির মামলা করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—আগৈলঝাড়া থানায় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামসুল হক খোকন, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু সালে জুয়েল, রত্নপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদার।
মামলার বাদী আতা সরদার বলেন, ‘বিএনপি পদবি ব্যবহার করে তাঁরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করাসহ অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় মিস্ত্রিপাড়া পানের হাট থেকে চাঁদা তোলা ও সরকারি জায়গা দখল করে দোকানপাট করে ভাড়া বাবদ চাঁদা ওঠায়। তাঁর অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে কেউ সাহস পায় না। আমি একটি রাস্তার কাজ করতে গেলে ইসমাইল আমার কাছে চাঁদা দাবি করে। তার চাঁদার দাবিকৃত টাকা না দেওয়ায় আমাকে তারা মারধর করে।’
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল জানান, একটি রাস্তার কাজ নিয়ে আতা সরদারের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। তাঁর কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, একটি রাস্তার কাজ নিয়ে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন আতা সরদার।
চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে এক শিক্ষককে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীর
১৯ মিনিট আগেজাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। গতকাল শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে টানা দুদিন পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পানি তোলার মোটর বিকল হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেহত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খান (৭৩) মারা গেছেন। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে