পাথরঘাটায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

পাথরঘাটা (বরগুন) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ২৩: ৩০

বরগুনার পাথরঘাটায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার রাত সোয়া আটটার দিকে জরিমানা করেন পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব। এর আগে শুক্রবার মাগরিবের নামাজের পর পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পথ সভায় বিভিন্ন এলাকা থেকে দোয়াত কলমের সমর্থনকারীরা মিছিল সহকারে পথ সভায় যোগদান করেন। 

নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা শো-ডাউন করা যাইবে না।

দোয়াত কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসাইন আজকের পত্রিকাকে জানান, কে বা কারা আমার সভাস্থলে শো-ডাউন দিয়েছে তা জানি না। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি খান সালমান হাবিব বলেন, দোয়াত কলমের সমর্থনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শো-ডাউন ও মিছিল করায় প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন আচরণবিধি যেন লঙ্ঘন না হয় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত