বরগুনা প্রতিনিধি
পা ফসকে দুই ভবনের মাঝখানে পড়ে গিয়েছিল দুটি বিড়ালছানা। সেখান থেকে ছানা দুটি বের হতে পারছিল না। শেষ পর্যন্ত ছানা দুটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকার ডক্টরস কেয়ার ক্লিনিকের সামনের ঘটনা এটি। আজ রোববার ছানা দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনার টিম লিডার রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিড়াল ছানা আটকা পড়ার খবর পেয়ে দ্রুত একটি টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। দেয়াল কেটে ছানা দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই আমরা। এ সময় আমিসহ ফায়ার সার্ভিসের দুজন কর্মী সামান্য আহত হয়েছি। পরে ছানা দুটি হস্তান্ত করা হয়।’
স্থানীয় বাসিন্দারা জানান, পাশাপাশি দুটি ভবনের মাঝে আটকা পড়ে বিড়ালছানা দুটি। গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি এক ভাড়াটের নজরে আসে। এরপর বাড়ির মালিককে বিষয়টি জানানো হয়। দুই ভবনের মাঝে মাত্র তিন-চার ইঞ্চি জায়গা থাকায় অনেক চেষ্টা করেও ছানা দুটি উদ্ধার করা সম্ভব হয়নি।
রাতে বণ্য প্রাণী ও প্রকৃতির কথা সংগঠনের বরগুনার সমন্বয়ক হোসনেয়ারা ছবিকে জানান এক নারী। পরে রাতেই ছানা দুটি উদ্ধারে সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দেন ছবি।
বন্য প্রাণী ও প্রকৃতির কথা সংগঠনের সমন্বয়ক হোসনেয়ারা ছবি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতে ফারজানা কেয়া নামের একজন ফোন করে বিষয়টি আমাকে জানান। আমি সঙ্গে সঙ্গে ছানা দুটি উদ্ধারে সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট করি। আজ রোববার সকালে প্রাণীপ্রেমী কয়েকজন মিলে ছানা দুটিকে উদ্ধার করতে যাই। কিন্তু দুই ভবনের মধ্যে সামান্য ফাঁকা থাকায় আমরা ছানা দুটি উদ্ধার করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে জানাই। তারা এসে দেয়াল কেটে বিড়াল ছানা দুটিকে উদ্ধার করে।’
পা ফসকে দুই ভবনের মাঝখানে পড়ে গিয়েছিল দুটি বিড়ালছানা। সেখান থেকে ছানা দুটি বের হতে পারছিল না। শেষ পর্যন্ত ছানা দুটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকার ডক্টরস কেয়ার ক্লিনিকের সামনের ঘটনা এটি। আজ রোববার ছানা দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনার টিম লিডার রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিড়াল ছানা আটকা পড়ার খবর পেয়ে দ্রুত একটি টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। দেয়াল কেটে ছানা দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই আমরা। এ সময় আমিসহ ফায়ার সার্ভিসের দুজন কর্মী সামান্য আহত হয়েছি। পরে ছানা দুটি হস্তান্ত করা হয়।’
স্থানীয় বাসিন্দারা জানান, পাশাপাশি দুটি ভবনের মাঝে আটকা পড়ে বিড়ালছানা দুটি। গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি এক ভাড়াটের নজরে আসে। এরপর বাড়ির মালিককে বিষয়টি জানানো হয়। দুই ভবনের মাঝে মাত্র তিন-চার ইঞ্চি জায়গা থাকায় অনেক চেষ্টা করেও ছানা দুটি উদ্ধার করা সম্ভব হয়নি।
রাতে বণ্য প্রাণী ও প্রকৃতির কথা সংগঠনের বরগুনার সমন্বয়ক হোসনেয়ারা ছবিকে জানান এক নারী। পরে রাতেই ছানা দুটি উদ্ধারে সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দেন ছবি।
বন্য প্রাণী ও প্রকৃতির কথা সংগঠনের সমন্বয়ক হোসনেয়ারা ছবি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতে ফারজানা কেয়া নামের একজন ফোন করে বিষয়টি আমাকে জানান। আমি সঙ্গে সঙ্গে ছানা দুটি উদ্ধারে সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট করি। আজ রোববার সকালে প্রাণীপ্রেমী কয়েকজন মিলে ছানা দুটিকে উদ্ধার করতে যাই। কিন্তু দুই ভবনের মধ্যে সামান্য ফাঁকা থাকায় আমরা ছানা দুটি উদ্ধার করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে জানাই। তারা এসে দেয়াল কেটে বিড়াল ছানা দুটিকে উদ্ধার করে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে