খান রফিক, বরিশাল
দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে বরিশালে আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। জেলার ৬টি আসনের মধ্যে সদরসহ ৩ টিতে আওয়ামী লীগ নেতাদের বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে। মর্যাদার আসন বরিশাল–৫ (সদর)। এখানের বর্তমান এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের মনোনয়ন নিয়ে অনুসারীরা বেশ আত্মবিশ্বাসী। তার সঙ্গে এককাট্টা হয়েছেন মেয়র খোকন।
অপরদিকে সাবেক মেয়র সাদিক এবার নীরবে লবিং করছেন। অবশ্য নতুন করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতার ভাগিনার কথা জোরেশোরে শোনা যাচ্ছে।
এদিকে বরিশাল-৩ আসনে বর্তমান এমপি শাহে আলম অনুসারীরা সরব হলেও অন্তত ২০ জন মনোনয়ন প্রত্যাশী হওয়ায় নানা গুঞ্জন রয়েছে। দলে সবচেয়ে বিরোধ বরিশাল-৪ আসনে। এমপি পংকজের সঙ্গে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবার লড়াইয়ে নেমেছেন। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় বরিশালে পুরোনো না কি প্রত্যাবর্তন তা জানা যেতে পারে।
বরিশাল-৫ (সদর) :
বিভাগের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন বরিশাল-৫ এ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। এর মধ্যে মূল প্রতিযোগিতায় আছেন বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক, সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং আওয়ামী লীগ নেতা মশিউর রহমান খান।
জানতে চাইলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ঘনিষ্ঠজন মাহমুদুল হক খান মামুন বলেন, প্রতিমন্ত্রীর গত ৫ বছরে কোনো বদনাম নেই। জাহিদ ফারুকের এপিএসরা শত শত কোটির মালিক হননি। তিনি দলীয় গ্রুপিংয়েও ছিলেন না। যেকারনে জাহিদ ফারুকের ধারে কাছেও কেউ নেই।
অপরদিকে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর মূল শক্তি স্থানীয় আওয়ামী লীগ তার হাতের মুঠোয়। বাবা আবুল হাসানাত আব্দুল্লাহ পুত্রের মনোনয়ন নিশ্চিতে নানাভাবে তদবিরও চালাচ্ছেন। সাদিকের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, সিটি ভোটের মত এবার আর তাদের কোনো আত্মীয় প্রার্থী নেই। তাই প্রধানমন্ত্রী ফুফু হওয়ায় সব আত্মীয়স্বজনদের দ্বারে দ্বারে অতি গোপনে ছুটছেন সাদিক। কিন্তু এ ক্ষেত্রেও প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন আপন চাচা মেয়র খোকন। বরাদ্দ হওয়া ৮০০ কোটি টাকায় নগরের উন্নয়নে এমপি ও মেয়রের সুসম্পর্ক নিশ্চিত করতে মেয়র খোকন সর্বশক্তি প্রয়োগ করছেন জাহিদ ফারুকের পক্ষে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল নগরে সাদিকের জন্য গত ৫ বছরে চাঁদাবাজি, দুর্নীতি ছিল না। এজন্য সাদিককে এমপি করা দরকার। প্রতিমন্ত্রীকে তো জনগণ চেনেন না।’
অপর মনোয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা মশিউর রহমান খানের কথা শেষ মুহূর্তে বেশ শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফের ভাগিনা হওয়ায় মশিউর এবার শেখ হাসিনার গুড বুকে রয়েছেন। মশিউর রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়াতে তিনি সদর আসনের এমপি হতে চান।’
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) :
এ আসনে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন রেকর্ড সংখ্যক ২০ জন। বর্তমান এমপি শাহে আলমের পাশাপাশি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুসের নাম শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এমপি শাহে আলমের সঙ্গে উজিরপুর ও বানারীপাড়া আওয়ামী লীগের দূরত্ব বেশ বেড়েছে। এ নিয়ে এমপিকে শোকজ, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনও হয়েছে। গুঞ্জন রয়েছে এর নেপথ্যে রয়েছেন সাবেক এমপি ইউনুস। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ঘনিষ্ঠজন। সংসদ সদস্য শাহে আলম এ প্রসঙ্গে বলেন, ‘দুই উপজেলায় তার উন্নয়ন কর্মকাণ্ডে ঈশ্বার্ন্বিত হয়ে একটি চক্র নির্বাচনের সময় নানা ষড়যন্ত্র করছে।’
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) :
বরিশালের ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগে সবচেয়ে বেশি বিরোধ মেঘনা ঘেরা হিজলা ও মেহেন্দীগঞ্জে মনোনয়ন সংগ্রহ করেছেন ৭ জন। এ আসনে এমপি পংকজ নাথের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদের বিরোধ তুঙ্গে।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত বছর হঠাৎ ড. শাম্মির উত্থান ঘটে এখানে। এরপর তিনি জেলা আওয়ামী লীগের সহযোগিতায় ভাইকে মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেন। এখন দুই উপজেলায়ই শাম্মির দখলে। অপরদিকে এমপি পংকজ বহিষ্কার হয়ে বেকায়দায় পড়লেও এলাকায় তার জনপ্রিয়তা ব্যাপক। এই দুই নেতার সঙ্গে বিরোধ এতটাই যে কোনো কর্মসূচি কিংবা অনুষ্ঠানে তারা এক সঙ্গে যান না। এ ব্যাপারে এমপি পংকজ নাথ বলেন, ‘৭৫ ট্র্যাজেডির পর যারা বঙ্গবন্ধুর ছবি ভেঙে উল্লাস করেছিল তারাই মেহেন্দিগঞ্জ-হিজলায় আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন।’
দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে বরিশালে আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। জেলার ৬টি আসনের মধ্যে সদরসহ ৩ টিতে আওয়ামী লীগ নেতাদের বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে। মর্যাদার আসন বরিশাল–৫ (সদর)। এখানের বর্তমান এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের মনোনয়ন নিয়ে অনুসারীরা বেশ আত্মবিশ্বাসী। তার সঙ্গে এককাট্টা হয়েছেন মেয়র খোকন।
অপরদিকে সাবেক মেয়র সাদিক এবার নীরবে লবিং করছেন। অবশ্য নতুন করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতার ভাগিনার কথা জোরেশোরে শোনা যাচ্ছে।
এদিকে বরিশাল-৩ আসনে বর্তমান এমপি শাহে আলম অনুসারীরা সরব হলেও অন্তত ২০ জন মনোনয়ন প্রত্যাশী হওয়ায় নানা গুঞ্জন রয়েছে। দলে সবচেয়ে বিরোধ বরিশাল-৪ আসনে। এমপি পংকজের সঙ্গে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবার লড়াইয়ে নেমেছেন। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় বরিশালে পুরোনো না কি প্রত্যাবর্তন তা জানা যেতে পারে।
বরিশাল-৫ (সদর) :
বিভাগের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন বরিশাল-৫ এ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। এর মধ্যে মূল প্রতিযোগিতায় আছেন বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক, সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং আওয়ামী লীগ নেতা মশিউর রহমান খান।
জানতে চাইলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ঘনিষ্ঠজন মাহমুদুল হক খান মামুন বলেন, প্রতিমন্ত্রীর গত ৫ বছরে কোনো বদনাম নেই। জাহিদ ফারুকের এপিএসরা শত শত কোটির মালিক হননি। তিনি দলীয় গ্রুপিংয়েও ছিলেন না। যেকারনে জাহিদ ফারুকের ধারে কাছেও কেউ নেই।
অপরদিকে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর মূল শক্তি স্থানীয় আওয়ামী লীগ তার হাতের মুঠোয়। বাবা আবুল হাসানাত আব্দুল্লাহ পুত্রের মনোনয়ন নিশ্চিতে নানাভাবে তদবিরও চালাচ্ছেন। সাদিকের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, সিটি ভোটের মত এবার আর তাদের কোনো আত্মীয় প্রার্থী নেই। তাই প্রধানমন্ত্রী ফুফু হওয়ায় সব আত্মীয়স্বজনদের দ্বারে দ্বারে অতি গোপনে ছুটছেন সাদিক। কিন্তু এ ক্ষেত্রেও প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন আপন চাচা মেয়র খোকন। বরাদ্দ হওয়া ৮০০ কোটি টাকায় নগরের উন্নয়নে এমপি ও মেয়রের সুসম্পর্ক নিশ্চিত করতে মেয়র খোকন সর্বশক্তি প্রয়োগ করছেন জাহিদ ফারুকের পক্ষে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল নগরে সাদিকের জন্য গত ৫ বছরে চাঁদাবাজি, দুর্নীতি ছিল না। এজন্য সাদিককে এমপি করা দরকার। প্রতিমন্ত্রীকে তো জনগণ চেনেন না।’
অপর মনোয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা মশিউর রহমান খানের কথা শেষ মুহূর্তে বেশ শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফের ভাগিনা হওয়ায় মশিউর এবার শেখ হাসিনার গুড বুকে রয়েছেন। মশিউর রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়াতে তিনি সদর আসনের এমপি হতে চান।’
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) :
এ আসনে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন রেকর্ড সংখ্যক ২০ জন। বর্তমান এমপি শাহে আলমের পাশাপাশি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুসের নাম শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এমপি শাহে আলমের সঙ্গে উজিরপুর ও বানারীপাড়া আওয়ামী লীগের দূরত্ব বেশ বেড়েছে। এ নিয়ে এমপিকে শোকজ, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনও হয়েছে। গুঞ্জন রয়েছে এর নেপথ্যে রয়েছেন সাবেক এমপি ইউনুস। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ঘনিষ্ঠজন। সংসদ সদস্য শাহে আলম এ প্রসঙ্গে বলেন, ‘দুই উপজেলায় তার উন্নয়ন কর্মকাণ্ডে ঈশ্বার্ন্বিত হয়ে একটি চক্র নির্বাচনের সময় নানা ষড়যন্ত্র করছে।’
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) :
বরিশালের ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগে সবচেয়ে বেশি বিরোধ মেঘনা ঘেরা হিজলা ও মেহেন্দীগঞ্জে মনোনয়ন সংগ্রহ করেছেন ৭ জন। এ আসনে এমপি পংকজ নাথের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদের বিরোধ তুঙ্গে।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত বছর হঠাৎ ড. শাম্মির উত্থান ঘটে এখানে। এরপর তিনি জেলা আওয়ামী লীগের সহযোগিতায় ভাইকে মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেন। এখন দুই উপজেলায়ই শাম্মির দখলে। অপরদিকে এমপি পংকজ বহিষ্কার হয়ে বেকায়দায় পড়লেও এলাকায় তার জনপ্রিয়তা ব্যাপক। এই দুই নেতার সঙ্গে বিরোধ এতটাই যে কোনো কর্মসূচি কিংবা অনুষ্ঠানে তারা এক সঙ্গে যান না। এ ব্যাপারে এমপি পংকজ নাথ বলেন, ‘৭৫ ট্র্যাজেডির পর যারা বঙ্গবন্ধুর ছবি ভেঙে উল্লাস করেছিল তারাই মেহেন্দিগঞ্জ-হিজলায় আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৮ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে