আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ছেলের বিরুদ্ধে এক নারীর দুই কান ছিঁড়ে সোনার দুল লুটের অভিযোগ উঠেছে। ওই নারী বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনা ঘটেছে আজ সোমবার সকালে উপজেলার কলারং গ্রামে।
অভিযোগকারীর নাম সুফিয়া বেগম (৫০)। তিনি উপজেলার কলারং গ্রামের বাস করেন।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির নাম মজিবুর রহমান হাওলাদার। তাঁর ছেলে রাজিব হাওলাদারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন সুফিয়া বেগম।
অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলারং গ্রামের সুফিয়া বেগমের কলমিখেত আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান হাওলাদারের ছেলে রাজিব হাওলাদারের ছাগলে খেয়ে ফেলে। ওই ছাগল তাড়িয়ে দেন সুফিয়া বেগম। এতে ক্ষিপ্ত হয় রাজিব হাওলাদার। পরে তিনি সুফিয়া বেগমের বাড়িতে গিয়ে তাঁর দুই কান ছিঁড়ে কানে থাকা সোনার দুল লুট করে নিয়ে যান। আহত নারীকে স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত নারী সুফিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কলমিখেত আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান হাওলাদারের ছেলে রাজিব হাওলাদারের ছাগলে খেয়ে ফেলে। আমি ওই ছাগল তাড়িয়ে দিই। এতে ক্ষিপ্ত হয়ে রাজিব আমার দুই কানে ছিঁড়ে কানে থাকা সোনার দুল নিয়ে গেছে। আমি বাড়ি গেলে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেব। এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে জানতে রাজিব হাওলাদারের বাবা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মজিবুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভির শাহরিয়ার বলেন, আহত সুফিয়া বেগমের দুই কানে আঘাতের চিহ্ন রয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান বলেন, ‘অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ছেলের বিরুদ্ধে এক নারীর দুই কান ছিঁড়ে সোনার দুল লুটের অভিযোগ উঠেছে। ওই নারী বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনা ঘটেছে আজ সোমবার সকালে উপজেলার কলারং গ্রামে।
অভিযোগকারীর নাম সুফিয়া বেগম (৫০)। তিনি উপজেলার কলারং গ্রামের বাস করেন।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির নাম মজিবুর রহমান হাওলাদার। তাঁর ছেলে রাজিব হাওলাদারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন সুফিয়া বেগম।
অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলারং গ্রামের সুফিয়া বেগমের কলমিখেত আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান হাওলাদারের ছেলে রাজিব হাওলাদারের ছাগলে খেয়ে ফেলে। ওই ছাগল তাড়িয়ে দেন সুফিয়া বেগম। এতে ক্ষিপ্ত হয় রাজিব হাওলাদার। পরে তিনি সুফিয়া বেগমের বাড়িতে গিয়ে তাঁর দুই কান ছিঁড়ে কানে থাকা সোনার দুল লুট করে নিয়ে যান। আহত নারীকে স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত নারী সুফিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কলমিখেত আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান হাওলাদারের ছেলে রাজিব হাওলাদারের ছাগলে খেয়ে ফেলে। আমি ওই ছাগল তাড়িয়ে দিই। এতে ক্ষিপ্ত হয়ে রাজিব আমার দুই কানে ছিঁড়ে কানে থাকা সোনার দুল নিয়ে গেছে। আমি বাড়ি গেলে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেব। এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে জানতে রাজিব হাওলাদারের বাবা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মজিবুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভির শাহরিয়ার বলেন, আহত সুফিয়া বেগমের দুই কানে আঘাতের চিহ্ন রয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান বলেন, ‘অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
১২ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগে