Ajker Patrika

স্কুল পড়ুয়া ২ শিশুকে নির্যাতন, কারণ জানতে চাওয়ায় বাবা–মাকে মারধর

ঝালকাঠি প্রতিনিধি
স্কুল পড়ুয়া ২ শিশুকে নির্যাতন, কারণ জানতে চাওয়ায় বাবা–মাকে মারধর

চুরির অপবাদে স্কুল পড়ুয়া দুই শিশুকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের কারণ জানতে চাওয়ায় ঝালকাঠির রাজাপুরে বাবা–মাসহ পাঁচজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার রোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে অভিযুক্তরা ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে যায়। 

আহতরা হলেন–শিশুদের বাবা (৩৬), মা (৩০) ও দাদি (৫০)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। 

তারা জানান, গত শনিবার রোলা গ্রামের স্কুল সংলগ্ন এলাকায় ওই দুই শিশু খেলাধুলা করছিল। এ সময় মুছা (১৬) নামে একজন শিশুদের ডেকে স্থানীয় জাকির মোল্লার দোকানের দরজা (জাপ) খুলে ভেতর থেকে টালিখাতা বের করায়। 

বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে শিশুদের আটকায়। তখন মুছা নিজের দায় এড়াতে তাদের সঙ্গে দুই শিশুকে চুরির অপবাদে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে। 

পরে স্থানীয় লিটু মেম্বর মুছাসহ দুই শিশুকে ছয় হাজার করে ১৮ হাজার টাকা জরিমানা করেন। নাম বলায় শিশুদের স্কুলে আসা–যাওয়ার সময় মারধর করত মুছা। ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তারা। 

আজ সোমবার মারধরের কারণ জানতে গেলে ক্ষিপ্ত হয়ে মুছা, তার ভাই ইসান (১৯) ও বাবা শাহ জামাল (৪৫) শিশুদের বাবা, মা, দাদিসহ পরিবারের পাঁচ সদস্যদের ওপর হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল (৬০) জানান, হামলাকারীরা প্রায় আধা কিলোমিটার দূর থেকে এসে শিশুদের বাড়িতে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার জন্য ভুক্তভোগী পরিবারের লোকজন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা দরজা ভাঙার চেষ্টা করে এবং তাদের হত্যার হুমকি দেয়।’ 

রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর আসলাম হোসেন লিটু বলেন, ‘কাউকে জরিমানা করা হয়নি। শিশুদের পরিবারের কাছে দেওয়া হয় এবং তাদের কাছ থেকে প্রকৃত ঘটনা জেনে স্থানীয়দের নিয়ে বিষয়টি মীমাংসা করতে বলা হয়েছিল।’ 

অভিযোগের বিষয়ে জানাতে অভিযুক্ত শাহ জামালের বাড়িতে গেলে ঘরে তালাবন্ধ দেখা যায়। এ সময় তার ভাই রুহুল আমিন বলেন, ‘শিশুদের মারধরের বিষয়টি দুঃখজনক। শাহ জামাল ও ইসান, মুছা বাড়িতেই ছিল, হয়তো কোথাও গেছে।’ তারা মারধর করেছে তিনি তা জানেন না। 

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আল হেলাল সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুসহ আহতরা থানায় এসে বিষয়টি জানালে পুলিশ তাৎক্ষণিক এলাকায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত