প্রতিনিধি
বরগুনা সদর (বরগুনা): বরগুনা থেকে অপহৃত কিশোরীকে (১৫) ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবরার (৭ জুন) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে টিকটকার রুবেলসহ তার সহযোগী আরো একজনকে গ্রেপ্তার করা হয়।
অপহৃত কিশোরীর বাড়ি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়েন। পরিবারের দাবি, রুবেল (২৮) নামের এক টিকটকার প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা বরগুনা সদর থানায় অপহরণ মামলা করলে পুলিশ ওই অভিযান চালায়।
পুলিশ জানায়, ৩০ মে (রোববার) কিশোরীর ফুপু বরগুনা থানায় একটি মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার ভাই ইব্রাহিমের দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটকের মাধ্যমে রুবেল নামের এক তরুনের পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে একপর্যায়ের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে কিশোরীর বাবা ইব্রাহীম রুবেলের মুঠোফোন নম্বর সংগ্রহ করে ফোনে তার মেয়ের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেন। ৩০ মে (রোববার) বিকেল চারটার দিকে কিশোরী স্থানীয় বাজারে বিউটি পার্লারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয় পান্না ও রাসেল মিয়ার স্ত্রী বন্যার মাধ্যমে তারা জানতে পারেন, রুবেল ও তার সহযোগী আরো পাঁচ ছয়জন ব্যাক্তি সাদা একটি মাইক্রোবাসে কিশোরীকে তুলে নিয়ে যায়।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, কিশোরীর ব্যাপারে থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অবস্থান সনাক্তের চেষ্টা করে। অবস্থান স্পষ্ট হওয়ায় বরগুনা থানার উপ-পরিদর্শক হারুন-অর রশিদের নেতৃত্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার পাইনাদি নতুন মহল্লার জুয়েল রোডের আকবর আলীর বাড়ির নিচতলা একটি কক্ষ থেকে আজ সোমবার সকাল সাড়ে ৮টায় কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে রুবেল ও তাঁর এক সহেযাগীকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীসহ পুলিশ আসামীদের নিয়ে বরগুনার পথে রয়েছেন। তিনি জানান, রুবেলের স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি, তবে এখনো পর্যন্ত যতটুকু জানা যায়, রুবেল ভোলা জেলার দুলাল মিয়ার ছেলে। এর আগে তিনি মালদ্বীপ থাকতেন। সম্প্রতি সে দেশে এসে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনাদি নতুন মহল্লা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
বরগুনা সদর (বরগুনা): বরগুনা থেকে অপহৃত কিশোরীকে (১৫) ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবরার (৭ জুন) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে টিকটকার রুবেলসহ তার সহযোগী আরো একজনকে গ্রেপ্তার করা হয়।
অপহৃত কিশোরীর বাড়ি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়েন। পরিবারের দাবি, রুবেল (২৮) নামের এক টিকটকার প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা বরগুনা সদর থানায় অপহরণ মামলা করলে পুলিশ ওই অভিযান চালায়।
পুলিশ জানায়, ৩০ মে (রোববার) কিশোরীর ফুপু বরগুনা থানায় একটি মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার ভাই ইব্রাহিমের দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটকের মাধ্যমে রুবেল নামের এক তরুনের পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে একপর্যায়ের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে কিশোরীর বাবা ইব্রাহীম রুবেলের মুঠোফোন নম্বর সংগ্রহ করে ফোনে তার মেয়ের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেন। ৩০ মে (রোববার) বিকেল চারটার দিকে কিশোরী স্থানীয় বাজারে বিউটি পার্লারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয় পান্না ও রাসেল মিয়ার স্ত্রী বন্যার মাধ্যমে তারা জানতে পারেন, রুবেল ও তার সহযোগী আরো পাঁচ ছয়জন ব্যাক্তি সাদা একটি মাইক্রোবাসে কিশোরীকে তুলে নিয়ে যায়।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, কিশোরীর ব্যাপারে থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অবস্থান সনাক্তের চেষ্টা করে। অবস্থান স্পষ্ট হওয়ায় বরগুনা থানার উপ-পরিদর্শক হারুন-অর রশিদের নেতৃত্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার পাইনাদি নতুন মহল্লার জুয়েল রোডের আকবর আলীর বাড়ির নিচতলা একটি কক্ষ থেকে আজ সোমবার সকাল সাড়ে ৮টায় কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে রুবেল ও তাঁর এক সহেযাগীকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীসহ পুলিশ আসামীদের নিয়ে বরগুনার পথে রয়েছেন। তিনি জানান, রুবেলের স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি, তবে এখনো পর্যন্ত যতটুকু জানা যায়, রুবেল ভোলা জেলার দুলাল মিয়ার ছেলে। এর আগে তিনি মালদ্বীপ থাকতেন। সম্প্রতি সে দেশে এসে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনাদি নতুন মহল্লা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগে